সর্বশেষ আপডেট : ৩ ঘন্টা আগে
মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫ খ্রীষ্টাব্দ | ৪ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

একদিনে তিনবার ভূমিকম্পে কাঁপল পাকিস্তান

ডেইলি সিলেট ডেস্ক ::

মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে তিন দফায় কম্পন অনুভূত হয়েছে পাকিস্তানে। দেশটির সোয়াত জেলা এবং খাইবার পাখতুনখোয়া প্রদেশ সংলগ্ন অঞ্চলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে।

পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম সামা টিভি মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির সোয়াত জেলা এবং খাইবার পাখতুনখোয়া প্রদেশ সংলগ্ন অঞ্চলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। আতঙ্কিত মানুষ বাড়িঘর-ভবন থেকে বেরিয়ে আসতে বাধ্য হন বলে জানা গেছে। রিখটার স্কেলে এ ভূ-কম্পের মাত্রা ছিল ৫ দশমিক ১।

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, এখন পর্যন্ত প্রদেশজুড়ে কোনো হতাহতের বা উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ভূমিকম্পবিষয়ক সংস্থা সিসমোলজিক্যাল সেন্টারের মতে, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল পাকিস্তান, আফগানিস্তান এবং তাজিকিস্তানের সীমান্তবর্তী অঞ্চলে।

প্রতিবেদনে আরও বলা হয়, কম্পনের ফলে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে, যারা সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বহুতল ভবন থেকে বেরিয়ে আসেন।

এর আগে, বেলুচিস্তান প্রদেশের জোব জেলায় রিখটার স্কেলে চার মাত্রার কম্পন অনুভূত হয়। সিসমোলজিক্যাল সেন্টার জানায়, ভূ-পৃষ্ঠ থেকে এ কেন্দ্রস্থলের গভীরতা ছিল ২২ কিলোমিটার। জানা গেছে, অঞ্চলটি ভূমিকম্পপ্রবণ এলাকায় অবস্থিত, যেখানে ভূমিকম্প তুলনামূলকভাবে বেশি। এর আগে, কালাত এবং আশপাশের এলাকাগুলোতেও ভূকম্পন অনুভূত হয়। এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সিসমোলজিক্যাল সেন্টারের তথ্যানুযায়ী, কালাতে ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ৬, যার উপকেন্দ্র অঞ্চলটি থেকে ৪০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: