সর্বশেষ আপডেট : ২ মিনিট ১৩ সেকেন্ড আগে
শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫ খ্রীষ্টাব্দ | ২৬ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

ইজতেমা ময়দান ও আশপাশে ড্রোন উড়ানোয় নিষেধাজ্ঞা

ডেইলি সিলেট ডেস্ক ::

বিশ্ব ইজতেমা ময়দানের দুই কিলোমিটারের মধ্যে ড্রোন ও ড্রোন ক্যামেরা অথবা ভিডিওসহ অন্য কোনো প্রকার ইলেকট্রনিক ডিভাইস উড়ানোর ওপর নিষেধাজ্ঞা দিয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)।

রোববার (২ ফেব্রুয়ারি) রাতে জিএমপির এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের টঙ্গী পশ্চিম থানাধীন ইজতেমা ময়দানে বিশ্ব ইজতেমা চলছে। বিশ্ব ইজতেমায় দেশ-বিদেশের লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লিদের সমাগম হয়। নিরাপত্তা ও সার্বিক আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে এ ময়দানসহ আশপাশের দুই কিলোমিটারের মধ্যে পুলিশের বিশেষ শাখার অনুমতি ছাড়া ড্রোন ক্যামেরাসহ অন্য কোনো প্রকার ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার না করার জন্য অনুরোধ করা হলো। এ আদেশ ২-১৮ ফেব্রুয়ারি পর্যন্ত বহাল থাকবে। এ আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সরকারি সংস্থা কর্তৃক বিশ্ব ইজতেমা ময়দানে ড্রোন ব্যবহারের সংখ্যা ও ড্রোন উড্ডয়নের সময় সম্পর্কে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সিটিএসবিকে আগে অবগত করার জন্য অনুরোধ করা হলো।

প্রসঙ্গত, রোববার সকালে ইজতেমার আখেরি মোনাজাত চলাকালে ড্রোন ভূপাতিতের ঘটনা ঘটে। এ সময় বিকট শব্দ হলে বোমা আতঙ্কে ছোটাছুটি করতে গিয়ে শতাধিক মুসল্লি আহত হন। আহতদের মধ্যে ৪০ জনকে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: