সর্বশেষ আপডেট : ৩ ঘন্টা আগে
বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫ খ্রীষ্টাব্দ | ২৬ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

নিক্সন চৌধুরীর পরিবারের ব্যাংক লেনদেন : ৩১৬২ কোটি টাকার সন্ধান

ডেইলি সিলেট ডেস্ক ::

দেশ থেকে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আত্মীয় এবং ফরিদপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী ওরফে নিক্সন চৌধুরী এবং তাঁর স্ত্রী তারিন হোসেনের ব্যাংক হিসাবে ৩ হাজার ১৬২ কোটি টাকার লেনদেনের তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) আক্তার হোসেন।

তিনি জানান, সাবেক এমপি নিক্সন চৌধুরী ও তাঁর স্ত্রী তারিন হোসেনের বিরুদ্ধে দুর্নীতির মাধ্যমে অর্জিত অর্থের অস্বাভাবিক লেনদেনের তথ্য উদ্ঘাটন করা হয়েছে। দুদকের অনুসন্ধান টিম ৩ হাজার ১৬২ কোটি টাকার লেনদেন ছাড়াও জ্ঞাত আয়বহির্ভূত ১৯ কোটি ২৯ লাখ টাকার সম্পদের সন্ধান পেয়েছে।

আক্তার হোসেন বলেন, “সাবেক সংসদ সদস্য নিক্সন চৌধুরী তাঁর দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহার করে ১১ কোটি ২৩ লাখ ৬২ হাজার ৪৩৫ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। এছাড়া, বিভিন্ন প্রতিষ্ঠানের ৫৫টি ব্যাংক হিসাব ব্যবহার করে তিনি ৭১৫ কোটি ৯৪ লাখ ১৭ হাজার ৪০৮ টাকা জমা এবং ৬৮৬ কোটি ৫৭ লাখ ৭১ হাজার ১৮৩ টাকা উত্তোলন করেছেন। এভাবে মোট ১ হাজার ৪০২ কোটি ৫১ লাখ ৮৮ হাজার ৫৯১ টাকার অস্বাভাবিক লেনদেনের প্রমাণ পাওয়া গেছে।”

এছাড়াও, নিক্সন চৌধুরীর স্ত্রী তারিন হোসেন স্বামীর সহায়তায় ৮ কোটি ৫ লাখ ৯২ হাজার ৭০৮ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। তিনি ১৭টি ব্যাংক হিসাব ব্যবহার করে ৮৮১ কোটি ৫৫ লাখ ৪২ হাজার ৫৫০ টাকা জমা এবং ৮৭৮ কোটি ৭৯ লাখ ৮ হাজার ৭৭০ টাকা উত্তোলন করেন। এভাবে তিনি মোট ১ হাজার ৭৬০ কোটি ৩৪ লাখ ৫১ হাজার ৩২০ টাকার অস্বাভাবিক লেনদেন করেন।

দুদক জানিয়েছে, এসব তথ্যের ভিত্তিতে তদন্ত আরও গভীরতর করা হচ্ছে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

 

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: