সর্বশেষ আপডেট : ৬ ঘন্টা আগে
শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫ খ্রীষ্টাব্দ | ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

সাঁওতালদের মারধর-বাড়িতে আগুন, চেয়ারম্যান গ্রেপ্তার

ডেইলি সিলেট ডেস্ক ::

সাঁওতালদের মারধর ও বসতবাড়িতে অগ্নিসংযোগের মামলায় গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার সকালে রাজধানীর পুরানা পল্টনের প্রিতম হোটেল থেকে রাজাহার ইউনিয়নের চেয়ারম্যানকে গ্রেপ্তার করা হয়। গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম এ তথ্য জানান।

রফিকুল ইসলাম রাজাহার ইউনিয়ন বিএনপির সহসাধারণ সম্পাদক এবং গোবিন্দগঞ্জ উপজেলা বিএনপির সদস্য ছিলেন। ঘটনার পর তাকে দল থেকে সাময়িক বহিষ্কার করে বিএনপি।

আইনি প্রক্রিয়া শেষে রফিকুলকে গাইবান্ধায় নিয়ে আসা হবে বলে ওসি বুলবুল জানান।

অভিযোগের বরাত দিয়ে পুলিশ জানায়, রাজাবিরাট বরট্ট সাঁওতাল পল্লীর বাসিন্দা মৃত সুন্দর সরেন মণ্ডলের ছেলে বৃটিশ সরেন ও শৈলেন সরেনের সঙ্গে রাজাহার ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলামের জমি ও পুকুর নিয়ে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছে। গত শুক্রবার সকালে ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম ও তার লোকজনসহ সুন্দর সরেন মণ্ডলের বাড়িতে হামলা করে। তারা জমি ও পুকুরের দখল ছেড়ে দেয়ার জন্য বৃটিশ সরেন ও শৈলেন সরেনকে চাপ প্রয়োগ করে। এতে রাজী না হলে বৃটিশ সরেন ও শৈলেন সরেনকে মারধর করা হয়। এ সময় তাদের ঘরবাড়ি পুড়িয়ে দেয়ার হুমকি দেয়া হয়।

গুরুতর আহত বৃটিশ সরেনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অভিযোগে বলা হয়, এরপর গভীর রাতে চেয়ারম্যান রফিকুল ইসলামের লোকজন বৃটিশ সরেন ও শৈলেশ সরেনের বাড়িতে অগ্নিসংযোগ করে। খবর পেয়ে গোবিন্দগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের লোকজন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

 

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: