সর্বশেষ আপডেট : ৪ ঘন্টা আগে
শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫ খ্রীষ্টাব্দ | ১১ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

জুলাই বিপ্লবে আহতদের সহযোগিতা পেতে চিকিৎসকের সত্যায়িত কপি লাগবে: সারজিস

ডেইলি সিলেট ডেস্ক ::

জুলাই বিপ্লবে আহতদের সহযোগিতা পেতে চিকিৎসকের সত্যায়িত কপি লাগবে, এ কথা জানিয়েছেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি বলেন, জুলাই বিপ্লবে অংশগ্রহণ করে যারা আহত হয়েছেন, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে সহযোগিতা পেতে তাদের হাসপাতালের চিকিৎসাপত্রের সত্যায়িত কপি লাগবে। স্বচ্ছতার জন্য এ ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান তিনি।

বুধবার (১ জানুয়ারি) ঢাকায় সংবাদ সম্মেলন করে এসব কথা জানান সারজিস আলম।

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক বলেন, বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলেনে নিহত ও আহতদের সহযোগিতা দেওয়া হচ্ছে। স্বচ্ছতার জন্য আহতদের হাসপাতালে চিকিৎসাপত্রে চিকিৎসকদের সত্যায়িত লাগবে। কারণ, অনেকে চিকিৎসাপত্র জালিয়াতি করে সুযোগ সুবিধা নিতে চেয়েছিল। আন্দোলনে সম্পৃক্ত নয়, এমন অনেকে সুযোগ-সুবিধা নিতে এসেছেন বলে অভিযোগ রয়েছে।

এ মাসে শহীদ পরিবারগুলোকে আবারও বড় অংকের আর্থিক সহযোগিতা করা হবে জানিয়ে তিনি বলেন, জুলাই বিপ্লবে শহীদের সংখ্যা সরকারি মতে ৮২৬ জন। তার মধ্যে ৬২৮ জনের পরিবারকে সহযোগিতা দেয়া হয়েছে। বাকি আছে ১৯৮ জন শহীদ পরিবার।

সারজিস বলেন, ব্যাংকে জমা ১০৯ কোটি ২০ লাখ ২৩ হাজার টাকার মধ্যে সহযোগিতা দেওয়া হয়েছে ৪৭ কোটি ৩২ লাখ টাকার মতো। এখনও ৬১ কোটি টাকার মতো অ্যাকাউন্টে আছে। এছাড়া আন্দোলনে আহত ১১ হাজার ৩০৬ জনের মধ্যে এক হাজার ৬০১ জনকে সহযোগিতা দেওয়া হয়েছে। আমরা সরকারের কাছে আহতদের একটা লিস্ট চেয়েছিলাম, তারা এটি দিয়েছে।

জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক আরও বলেন, জুলাই স্মৃতি ফাউন্ডেশনের জন্য প্রত্যেক বিভাগে একটি করে অফিস নেওয়া হবে, যাতে অর্থের জন্য নিহত ও আহতদের পরিবারেরকে ঢাকায় আসতে না হয়। আবার তাদের পরিবারের কেউ ফাউন্ডেশনে এসে যেন খারাপ ব্যবহার না পায়, সে ব্যবস্থা নেয়া হবে। কেউ করলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

 

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: