cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
ডেইলি সিলেট ডেস্ক ::
সারাদেশে শীতের তীব্রতা বাড়ছে। সেই সঙ্গে বিভিন্ন অঞ্চলে বইছে শৈত্যপ্রবাহ। এর মধ্যেই নতুন বছরের প্রথম মাস জানুয়ারিতে কয়েক দফায় শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ফলে গত কয়েক বছরের তুলনায় জানুয়ারিজুড়ে বাড়বে শীতের তীব্রতা।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক বলেন, জানুয়ারিতে একটি থেকে তিনটি, মৃদু থেকে মাঝারি এবং একটি থেকে দুইটি, তীব্র শৈত্যপ্রবাহ থাকতে পারে। আজ থেকে সারা দেশে তাপমাত্রা কমে আসবে। তবে রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, সিলেট বিভাগে ঠান্ডার অনুভূতি বাড়বে বুধবার থেকে। ধীরে ধীরে মধ্যাঞ্চল হয়ে দেশের পূর্বাঞ্চল পর্যন্ত এর বিস্তার হতে পারে।
তিনি বলেন, উত্তরের হিমেল হাওয়ার প্রভাবও বাড়তে থাকবে। পুরো মাসজুড়েই শীতের অনুভূতি বেশি থাকবে। তবে দেশের পশ্চিমাঞ্চলে বিচ্ছিন্নভাবে শৈত্যপ্রবাহ থাকবে। প্রাথমিকভাবে এটি শুক্রবার পর্যন্ত থাকতে পারে।
এ অবস্থায় আগামী কয়েকদিন কুয়াশার পরিমাণও বেড়ে যাবে বলে জানিয়েছেন তিনি।
তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা-
আবহাওয়ার নিয়মিত বুলেটিনে বলা হয়েছে, মঙ্গলবার (৩১ জানুয়ারি) সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। আর দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় কক্সবাজার এবং চট্টগ্রামের সীতাকুণ্ডে।
এদিন সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। এ সময় ঘন কুয়াশার কারণে শীতের অনুভূতি বাড়তে পারে। আর মধ্য রাত থেকে দুপুর পর্যন্ত দেশের উত্তরাঞ্চলে মাঝারি থেকে ঘন এবং দেশের অন্যান্য জায়গায় মধ্য রাত থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীন নদী পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে বলে বুলেটিনে বলা হয়েছে।