সর্বশেষ আপডেট : ৫ ঘন্টা আগে
শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫ খ্রীষ্টাব্দ | ১১ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

উচ্ছিষ্ট খাওয়ার পুরোনো ছবি নিয়ে নিঝুম মজুমদারের অপপ্রচার

ডেইলি সিলেট ডেস্ক ::

আওয়ামী লীগ সমর্থক অনলাইন এক্টিভিস্ট নিঝুম মজুমদার সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশের ফুটপাতে ময়লার ভাগাড় থেকে একজন বৃদ্ধের উচ্ছিষ্ট কুড়িয়ে খাওয়ার ছবি পোস্ট করেন। সেখানে তিনি দাবি করেন, বাংলাদেশে দুর্ভিক্ষ চলছে এবং ছবিটি দেখে অনেকেই তা শেয়ার করতে থাকেন। তবে ফ্যাক্ট-চেকিং সংস্থা রিউমর স্ক্যানারের অনুসন্ধানে দেখা যায়, ছবিটি সাম্প্রতিক সময়ের নয়, বরং ২০২৩ সালের পুরনো ছবি।

অনুসন্ধানে দেখা যায়, ছবিটি ২০২৩ সালের ১৭ নভেম্বর আলোকচিত্রী জিএমবি আকাশ তুলেছিলেন। ছবিটি নিয়ে অপপ্রচার শুরু হলে রোববার (৮ ডিসেম্বর) তিনি তার ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে তা শেয়ার করে সত্যতা তুলে ধরেন।

ছবিটির সত্যতা নিয়েও প্রশ্ন উঠেছে। কেউ কেউ দাবি করেছেন, এটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) প্রযুক্তির মাধ্যমে তৈরি। তবে রিউমর স্ক্যানার টিম আলোকচিত্রী জিএমবি আকাশের সঙ্গে যোগাযোগ করে মূল ছবিটি সংগ্রহ করেছে।

মূল ছবির মেটাডাটা বিশ্লেষণে নিশ্চিত হওয়া গেছে যে, ছবিটি আসল এবং এটি ২০২৩ সালের ১৭ নভেম্বর তোলা হয়েছে।

আওয়ামী লীগ সরকারের পতনের পর ভারতে অবস্থান করে নিঝুম মজুমদার প্রতিনিয়ত বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন। ভারতীয় মিডিয়ার টকশোতেও তাকে অংশ নিতে দেখা গেছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

 

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: