সর্বশেষ আপডেট : ১৭ ঘন্টা আগে
শনিবার, ৯ নভেম্বর ২০২৪ খ্রীষ্টাব্দ | ২৫ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

ট্রাম্পের মানসিক অবস্থা নিয়ে সন্দেহ: মিশেল ওবামা

ডেইলি সিলেট ডেস্ক ::

যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে চলছে শেষ সময়ের নির্বাচনি প্রচারণা। এদিকে ডোনাল্ড ট্রাম্পকে ‘ঝুঁকিপূর্ণ’ উল্লেখ করে তাকে ভোট না দিয়ে ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসকে ভোট দেয়ার আহ্বান জানিয়েছেন সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামা। তিনি বলেন, দেশকে রক্ষা করতে কমলাকেই মার্কিনিদের ভোট দেওয়া উচিত। মিশিগানে এক নির্বাচনি প্রচারণায় কমলার সঙ্গে মঞ্চে বক্তৃতা করেন মিশেল।

স্থানীয় সময় শনিবার (২৬ অক্টোবর) সুইং স্টেট মিশিগানের দক্ষিণের নগর কালামাজুতে গর্ভপাতের অধিকার, কর, স্বাস্থ্যসেবাসহ আরো কিছু বিষয়ে নিজের সঙ্গে ট্রাম্পের মতের পার্থক্য তুলে ধরেন কমলা হ্যারিস। কমলার আগে সমাবেশে বক্তব্য দেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার স্ত্রী মিশেল ওবামা।

এ সময় মিশেল বলেন, নির্বাচন খুবই নিকটে। তাই কমলাকে ভোট দিতে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে আমাদের। মিশেল ট্রাম্পের অনিয়ন্ত্রিত আচরণ নিয়ে প্রশ্ন তোলেন। তিনি ট্রাম্পের মানসিক অবস্থা নিয়েও সন্দেহ প্রকাশ করেন।

তিনি ভোটারদের উদ্দেশে বলেন, কমলাকে নির্বাচিত করতে ব্যর্থ হলে মারাত্মক পরিণতি হতে পারে। মিশেল নারীদের স্বাস্থ্য সুরক্ষা নিয়েও বিস্তারিত কথা বলেন।

তিনি বলেন, বিষয়টি (গর্ভপাত) কতটা জটিল, তা বুঝতে ব্যর্থ হয়েছেন ট্রাম্প। এ কারণে তিনি ‘অ্যাফোরডেবল কেয়ার অ্যাক্ট’ প্রত্যাহার করার প্রতিশ্রুতি দেন। বারাক ওবামার আমলে ঐ আইন পাশ হয়েছিল। মিশেল বলেন, ‘আপনার (ট্রাম্প) জেদের কারণে নারী হিসেবে আমরা আনুষাঙ্গিক খরচের খাতায় চলে যাব।’ -উইও নিউজ ও রয়টার্স

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: