cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
ডেইলি সিলেট ডেস্ক ::
ইসলামাবাদে ব্যাট হাতে দাপট দেখাচ্ছে বাংলাদেশ ‘এ’ দল। সেঞ্চুরি পেয়েছেন জাকের আলী ও সাইফ হাসান। পাকিস্তান শাহিনসের বিপক্ষে দ্বিতীয় ও শেষ চার দিনের ম্যাচের প্রথম ইনিংসে সাইফ ১১১ রান করে আউট হলেও ক্যারিয়ারসেরা ইনিংস খেলে ১৩৬ রানে অপরাজিত আছেন জাকের। তৃতীয় দিন শেষে ৬ উইকেট হারিয়ে ৩৪৬ রান তুলেছে বাংলাদেশ ‘এ’ দল।
বৃষ্টির কারণে আগের দুই দিনের খেলা হয়নি। আজ তৃতীয় দিনে টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি সফরকারীদের। দলীয় ১৯ রানের মধ্যে আউট হন দুই ওপেনার এনামুল হক (৭) ও নাঈম শেখ (৯)। শাহাদাত হোসেন দিপুও (২৩) সুবিধা করতে পারেননি।
এরপর তাওহিদ হৃদয় ফেরেন শূন্য রানে। ৭৭ রানে ৪ উইকেট হারানোর পর সাইফ-জাকের জুটিতে আসে ১৩১ রান। এই জুটির মধ্য প্রথম শ্রেণির ক্রিকেটে অষ্টম সেঞ্চুরির দেখা পান সাইফ। তবে এরপর বেশিক্ষণ টিকতে পারেননি এই ডানহাতি ব্যাটার।
১৩টি চার ও ৪টি ছয়ে ১৬৫ বলে ১১১ রান করে আউট হন তিনি।
এরপর ষষ্ঠ উইকেট জুটিতে মাহিদুল ইসলামের সঙ্গে ১৩১ রানের জুটি গড়েন জাকের। মাহিদুল ৩৯ রানে ফিরলে ভাঙে এই জুটি। তার আগে প্রথম শ্রেণির ক্রিকেটে নিজের চতুর্থ শতকের দেখা পান জাকের। অপরাজিত আছেন ১৩৬ রানে।
২৪৪ বলের ইনিংসে ১৪টি চার ও ৪টি ছয় মেরেছেন এই উইকেটরক্ষক-ব্যাটার। পাকিস্তানের হয়ে গোলাম মুদাসসর ও মেহরান মমতাজ দুটি করে উইকেট নেন। একটি উইকেট নেন লেগ স্পিনার আবরার আহমেদ।