সর্বশেষ আপডেট : ২২ ঘন্টা আগে
সোমবার, ১ জুলাই ২০২৪ খ্রীষ্টাব্দ | ১৭ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

হবিগঞ্জে রাসেলস ভাইপার ভেবে ২৯টি বাচ্চাসহ দাড়াইশ সাপ হত্যা

ডেইলি সিলেট ডেস্ক ::

হবিগঞ্জ সদর উপজেলার শরীফপুরে রাসেলস ভাইপার সন্দেহে ২৯টি বাচ্চাসহ একটি সাপ পিটিয়ে হত্যা করেছে জনতা। সাপটি পিটিয়ে মারার সময় সাপের পেটের ভেতর থেকে একে একে বেরিয়ে আসে জীবিত ২৯টি বাচ্চা। সেগুলোকেও মেরে ফেলা হয়। আর এতে পুরো গ্রামে ছড়িয়ে পড়ে সাপ আতঙ্ক।

গতকাল বুধবার (২৬ জুন) সন্ধ্যা ৭টায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সন্ধ্যায় হবিগঞ্জ সদর উপজেলার শরীফপুর গ্রামের সোহেল মিয়ার দোকানের সামনের ড্রেন থেকে একটি সাপ ওপরে চলে আসে। বিষয়টি আঁচ করতে পারেন গ্রামের কয়েকজন যুবক। এ সময় গ্রামে রাসেলস ভাইপার সাপ ঢুকেছে বলে মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

যুবকরা বলতে থাকেন, সাপ সাধারণত ডিম পাড়ে, কিন্তু এ সাপের পেট থেকে একের পর এক সাপের বাচ্চা বের হতে দেখা যায়। একপর্যায়ে সাপটিকে পিঠিয়ে মেরে ফেলা হয়। সাপটি দেখতে জড়ো হতে থাকে উৎসুক জনতা। সাপটি মেরে ফেললেও এলাকাবাসীর মধ্যে সাপ আতঙ্ক বিরাজ করছে।

শরীফপুর গ্রামের এমরান আহমেদ বলেন, ‘এ রকম সাপ আমি আগে কোনো দিন দেখিনি। সাপটি দেখে সবাই আতঙ্কিত হয়ে পড়েন। যে কারণে যুবকরা মিলে সাপটি পিটিয়ে মারে। সাপটি মারার সময় সেটির পেটের ভেতর থেকে ২৯টি বাচ্চা বের হয়। এর আগে সাপের ডিম দেখেছি, ডিম থেকে বাচ্চা ফোটে তা-ও দেখেছি।

এই প্রথম সাপের পেট থেকে বাচ্চা বের হতে দেখলাম। আর রাসেলস ভাইপার সাপই তো বাচ্চা প্রসব করে। ধারণা করা হচ্ছে, এটিই রাসেলস ভাইপার। এখন আমরা রাসেলস ভাইপার সাপ আতঙ্কে রয়েছি।’

হবিগঞ্জ সরকারি বৃন্দাবন কলেজের সহযোগী অধ্যাপক ড. সুভাষ চন্দ্র দেব সাপটির ছবি দেখে জানান, এটি রাসেলস ভাইপার নয়। সম্ভবত দাড়াইশ সাপ। এটি বিষাক্ত নয় এবং এটি পরিবেশের জন্য উপকারী। কারণ এই সাপ অন্য সাপ খেয়ে ফেলে।

হবিগঞ্জের বন্য প্রাণী সংরক্ষণ কর্মকর্তা তোফায়েল আহমেদ তরফদার বলেন, ‘হবিগঞ্জে রাসেলস ভাইপার রয়েছে এমন তথ্য নেই। আর কোনো বন্য প্রাণীই পিটিয়ে মারা যাবে না।’ সাপটির উল্টো দিকের ছবি না তুলে পেটের ছবি তোলার মাধ্যমে আতঙ্ক ছড়ানোর জন্য এমনটি করা হয়েছে বলে মনে করেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদকমন্ডলীর সভাপতি: মকিস মনসুর আহমদ
সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম, নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ৯/আই, ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
ফোন: ০৮২১-৭২৬৫২৭, মোবাইল: ০১৭১৭৬৮১২১৪
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: