সর্বশেষ আপডেট : ২ ঘন্টা আগে
বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪ খ্রীষ্টাব্দ | ২৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

শাহজালাল মাজারে ৭০৫তম ওরসে ভক্তদের ঢল

ডেইলি সিলেট ডেস্ক ::

উপমহাদেশের অন্যতম ইসলাম প্রচারক হযরত শাহজালাল (রহ.) এর ৭০৫তম ওরস শুরু হয়েছে। দুই দিনব্যাপী ওরসের প্রথমদিন মঙ্গলবার দেশ-বিদেশের লাখো ভক্ত-অনুরাগী সিলেট সদরের মাজার প্রাঙ্গণে জমায়েত হন। ওরস চলবে বুধবার মধ্যরাত পর্যন্ত। ওরস উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে মাজারে গিলাফ প্রদান করা হয়েছে।

এদিন সকাল থেকেই দরগাহমুখী বিভিন্ন রাস্তা মুখরিত হতে থাকে ‘লালে লাল বাবা শাহজালাল’ স্লোগানে। দলবেঁধে আসা ভক্তদের হাতে ছিল নানা রঙের গিলাফ। তারা সারিবদ্ধভাবে মাজারে গিলাফ প্রদান করেন।

জনশ্রুতি মতে, প্রায় ৭৫০ বছর আগে ৩৬০ আউলিয়াকে সঙ্গে নিয়ে এই অঞ্চলে ইসলাম ধর্মের বাণী ছড়িয়েছেন হযরত শাহজালাল (রহ.)।

ভক্তরা জানান, তার আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশ ও বিশ্ব শান্তির কামনা করছেন তারা। কেবল ইসলাম ধর্মাবলম্বীরাই নন, বিভিন্ন জাতি-ধর্মের মানুষ অংশ নিয়েছেন এই ওরসে। ওরসকে ঘিরে মাজার প্রাঙ্গণে বসেছে বাউলদের আসর। বুধবার মধ্যরাতে আখেরি মোনাজাতের মাধ্যমে ওরস শেষ হবে। মোনাজাতের পর ভক্তদের মাঝে বিতরণ করা হবে শিরনি।

ওরস ঘিরে মহানগর পুলিশের পক্ষ থেকে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বাস টার্মিনাল থেকে শুরু করে ওরসে আগমনকারীদের নিরাপত্তায় পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকের পুলিশ কাজ করছে। দরগাহ এলাকায় বসানো হয়েছে অত্যাধুনিক সিসি ক্যামেরা এবং মাজারের প্রত্যেকটি প্রবেশ দ্বারে বাড়ানো হয়েছে বাড়তি পুলিশি নিরাপত্তা।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: