cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
ডেইলি সিলেট ডেস্ক ::
মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বাংলাদেশি এক কিশোর নিহত হয়েছে।
এতে গুলিবিদ্ধ হয়েছেন একজন। এ সময় বিএসএফের এক সদস্যও আহত হয়েছেন। গতকাল রোববার বিকেলে কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের দশটেকি সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত কিশোর সাদ্দাম হোসেন (১৫)। সে দশটেকি গ্রামের বাসিন্দা আছকির মিয়ার ছেলে। গুলিবিদ্ধ ব্যক্তির নাম ছিদ্দিক মিয়া। তাঁর বাড়িও একই এলাকায়।
স্থানীয় লোকজনের বরাত দিয়ে কর্মধা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মহিবুল ইসলাম বলেন, দশটেকি সীমান্তের ওপারে ভারতের ত্রিপুরা রাজ্য। একদল চোরাকারবারি গতকাল বিকেলে সীমান্ত এলাকা দিয়ে ভারত থেকে চিনি পাচার করে আনার চেষ্টা চালায়। একপর্যায়ে বিএসএফের টহল দল তাদের ধাওয়া করে। চোরাকারবারিদের দায়ের কোপে বিএসএফের এক সদস্য আহত হন। পরে বিএসএফের সদস্যরা গুলি চালান। গুলিতে ঘটনাস্থলেই কিশোর সাদ্দাম মারা যায়। বিএসএফ তার লাশ নিয়ে যায়। ছিদ্দিক মিয়ার ডান পায়ে গুলি লাগে। স্থানীয় লোকজন ছুটে গিয়ে তাঁকে উদ্ধার করে আনেন। পরে স্বজনেরা তাঁকে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
এ বিষয়ে বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করেও বিজিবির স্থানীয় আলীনগর ক্যাম্প ও শ্রীমঙ্গলে অবস্থিত ৪৬ ব্যাটালিয়নের সদর দপ্তরের অধিনায়কের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়েও কোনো সাড়া মেলেনি।
তবে কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ মুঠোফোনে বলেন, কর্মধা ইউনিয়নের সীমান্তে বিএসএফের গুলিতে একজন নিহত ও আরেকজন গুলিবিদ্ধ হয়েছেন। খবর পেয়ে তাঁরা সেখানে গিয়েছিলেন। হতাহত ব্যক্তিরা কী কাজে সীমান্তে গিয়েছিলেন, সেটা বিজিবি ভালো বলতে পারবে।