cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
ডেইলি সিলেট ডেস্ক ::
হুতিদের উৎক্ষেপণ করা একটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে যুক্তরাষ্ট্র। ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত এলাকা থেকে উৎক্ষেপণ করা ক্ষেপণাস্ত্রটি দক্ষিণ লোহিত সাগরে থাকা মার্কিন নৌবাহিনী একটি যুদ্ধবিমান গুলি চালিয়ে ভূপাতিত করেছে। রোববার (১৪ জানুয়ারি) মার্কিন সেনাবাহিনী এ তথ্য জানিয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।
সাম্প্রতিক মাসগুলোয় লোহিত সাগরে বিভিন্ন জাহাজকে লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে হুতিরা। ফিলিস্তিনিদের সমর্থন দিয়ে এই স্থান থেকে হুথিরা হামলা চালিয়ে আসছে। মিডএয়ার ইন্টারসেপশন হলো লোহিত সাগরের সর্বশেষ ঘটনা।
সামাজিক মাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) পোস্ট করা এক বিবৃতিতে ইউএস সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, সর্বশেষ এই ঘটনায় কোনো আহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ইয়েমেনের বন্দর শহর হোদেইদাহের কাছে ক্ষেপণাস্ত্রটিকে ভূপাতিত করা হয়।
এর আগে রোববার হুথিরা অভিযোগ করে, মার্কিন বিমানগুলোকে ইয়েমেনের আকাশসীমা এবং উপকূলীয় অঞ্চলের কাছাকাছি উড়তে দেখা গেছে। বিমানগুলোকে ‘শত্রু’ হিসেবে উল্লেখ করে হুতি মুখপাত্র মোহাম্মদ আবদুল সালাম বলেছেন, বিমানের এ ধরনের কার্যকলাপগুলো জাতীয় সার্বভৌমত্বের স্পষ্ট লঙ্ঘন।