সর্বশেষ আপডেট : ৩৫ মিনিট ৩১ সেকেন্ড আগে
মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫ খ্রীষ্টাব্দ | ১ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

ফের শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো জাপান

ডেইলি সিলেট ডেস্ক ::

আট দিনের ব্যবধানে আবারও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো জাপান। এর আগে বছরের প্রথম দিনে আঘাত হানা ওই ভুমিকম্পে এখনও শতাধিক মানুষ নিখোঁজ রয়েছে।

মঙ্গলবার (০৯ জানুয়ারি) দেশটির মধ্যাঞ্চলে ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। তবে এ ঘটনায় এখনও সুনামির কোনো সতর্কতা জারি করা হয়নি বলে জানিয়েছে সংবাদ সংস্থা এএফপি।

জাপান আবহাওয়া সংস্থা জানিয়েছে, ভূমিকম্পটি জাপান সাগরের উপূকূলের দূরবর্তীস্থানে আঘাত হানে। আর গত ১ জানুয়ারির ভূমিকম্পের পর যেসব অঞ্চলের ঘরবাড়ি বিধ্বস্ত হয়ে গেছে, মঙ্গলবারের ভূমিকম্পে সেখানেও কম্পন অনুভূত হয়েছে।

এদিকে দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, বছরের প্রথম দিনেই আঘাত হানা ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা দুইশত ছাড়িয়েছে এবং শতাধিক মানুষ এখনও নিখোঁজ রয়েছে। শক্তিশালী ওই ভূমিকম্পের যেসব ঘরবাড়ি ধসে পড়েছে সেগুলোর অনেক জায়গায় এখনও পৌঁছাতে পারেনি উদ্ধারকারীরা। ফলে ধসে পড়া সেসব অবকাঠামোর নিচে অনেক মানুষ আটকে আছে বলে আশঙ্কা করা হচ্ছে।

জাপান সরকারের তথ্যমতে, বর্তমানে প্রায় ৩০ হাজার মানুষ সরকারি আশ্রয় কেন্দ্রে বসবাস করছেন। প্রায় ৬০ হাজার বাড়ি পানি ও ১৫ হাজার ৬০০ বাড়ি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে আছে। আর ভূমিকম্পে সবচেয়ে ক্ষতিগ্রস্ত অঞ্চলে বর্তমানে তুষারপাত হচ্ছে। ফলে সেখানে উদ্ধারকারীদের উদ্ধার অভিযান ব্যহত হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

 

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: