সর্বশেষ আপডেট : ৩ ঘন্টা আগে
রবিবার, ১৩ অক্টোবর ২০২৪ খ্রীষ্টাব্দ | ২৮ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

নেতানিয়াহুকে ক্ষমতায় চান মাত্র ১৫ শতাংশ ইসরায়েলি

ডেইলি সিলেট ডেস্ক ::

দিন দিন জনপ্রিয়তা হারাচ্ছেন ইতিহাসে সবচেয়ে দীর্ঘসময় ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, হামাসের সঙ্গে ইসরায়েলি বাহিনীর চলমান যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পরও নেতানিয়াহুকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান মাত্র ১৫ শতাংশ ইসরায়েলি।

বুধবার (৩ জানুয়ারি) পাকিস্তান-ভিত্তিক সংবাদমাধ্যম ডন এক প্রতিবেদনে জানিয়েছে, নেতানিয়াহুর তুলনায় দেশটির যুদ্ধকালীন মন্ত্রীসভার সদস্য বেনি গান্টজের সমর্থন অনেক বেশি। তিনি দেশটির অবসরপ্রাপ্ত সামরিক সেনা কর্মকর্তা ছিলেন।
২০২৩ সালের ডিসেম্বরের ২৫ থেকে ২৮ তারিখ পর্যন্ত ইসরায়েলের নাগরিকদের ওপর এ জরিপ করে আইডিআই। জরিপে দেখা যায়, মাত্র ১৫ শতাংশ ইসরায়েলি নাগরিক ইসরায়েল-হামাস সংঘর্ষ শেষ হওয়ার পর নেতনিয়াহুকে তাদের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান।

আর ২৩ শতাংশের মতে, ইসরায়েলি প্রধানমন্ত্রী পদের জন্য নেতানিয়াহুর তুলনায় বেনি গান্টজ বেশি উপযুক্ত । আর বেনি গান্টজের ইসরায়েলের যুদ্ধ অবসানের পরই প্রধানমন্ত্রী পদে আসা উচিত। তবে এই জরিপে ইসরায়েলের ৩০ শতাংশ নাগরিক অংশ নেননি। অন্যদিকে, নেতানিয়াহুর প্রধানমন্ত্রী পদের জন্য ইসরায়েলিদের সমর্থন হারালেও হামাসকে ধ্বংসের জন্য ইসরায়েলি সামরিক অভিযানকে সমর্থন দিয়েছেন ইসরায়েলের অধিকাংশ নাগরিকের।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদকমন্ডলীর সভাপতি: মকিস মনসুর আহমদ
সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম, নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ৯/আই, ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
ফোন: ০৮২১-৭২৬৫২৭, মোবাইল: ০১৭১৭৬৮১২১৪
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: