cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
ডেইলি সিলেট ডেস্ক ::
ধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত হলেন নেপালের তারকা ক্রিকেটার সন্দীপ লামিছানে। শুক্রবার (৩০ ডিসেম্বর) কাঠমান্ডু জেলা আদালতে ধর্ষণ মামলায় দোষী প্রমাণিত হন ২০০-র বেশি আন্তর্জাতিক উইকেট নেয়া এ তারকা স্পিনার। পরবর্তী শুনানিতে তারকা ক্রিকেটারের সাজা ঘোষিত হবে। নির্ধারিত হতে পারে তাঁর কারাদণ্ডর মেয়াদ।
বিচারপতি শিশির রাজ ধাকালের এজলাসে মামলা উত্থাপিত হলে লামিছানের বিরুদ্ধে দুষ্কর্মের অভিযোগ সত্যি প্রমাণিত হয়। যদিও বিচারপতি এটা নিশ্চিত করেছেন যে, ২০২২ সালের অগস্টে ধর্ষণের সময় অভিযোগকারিনী নাবালিকা ছিলেন না।
লামিছানে আপাতত জামিনে মুক্ত রয়েছেন। গত ১২ জানুয়ারি পাটান হাইকোর্ট তারকা ক্রিকেটারের জামিন মঞ্জুর করে।
প্রসঙ্গত, নেপালের জাতীয় দলের এ তারকা ক্রিকেটারের বিরুদ্ধে ২০২২ সালের ২১ অগস্ট কাঠমান্ডুর একটি হোটেল রুমে এক নাবালিকাকে একাধিকবার ধর্ষণের অভিযোগ ওঠে। যার জেরে লামিছানেকে হাজতবাসও করতে হয়েছে। নেপাল দল থেকে তাঁকে নির্বাসিতও করা হয়েছিল। তবে জামিনে ছাড়া পাওয়ার পর ফের জাতীয় দলে ঢোকেন তিনি।
এর আগে ৬ সেপ্টেম্বর গৌশালার মেট্রোপলিটন পুলিশ সার্কলে নির্যাতিতা লামিছানের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। ৬ অক্টোবর ত্রিভূবন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লামিছানেকে গ্রেফতার করে পুলিশ। ২০২২ সালের ৪ নভেম্বর কাঠমান্ডু জেলা আদালত লামিছানেকে জেলে পাঠানোর নির্দেশ দেয়। জেলা আদালতের সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে উচ্চ আদালতের দ্বারস্ত হন সন্দীপ।
উল্লেখ্য, লামিছানে নেপালের হয়ে ৫১টি একদিনের আন্তর্জাতিক ম্যাচে মাঠে নেমেছেন। সংগ্রহ করেছেন ১১২টি উইকেট। সেই সঙ্গে দেশের জার্সিতে ৫২টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচে মাঠে নেমে তিনি ৯৮টি উইকেট সংগ্রহ করেন। অর্থাৎ, দুই ফর্ম্যাট মিলিয়ে লামিছানের দখলে রয়েছে ২১০টি আন্তর্জাতিক উইকেট।
এদিকে ২০১৮ ও ২০১৯, দু’টি মরশুমে আইপিএলের মোট ৯টি ম্যাচে মাঠে নামেন লামিছানে। সংগ্রহ করেন সাকুল্যে ১৩টি উইকেট। শুধু ইন্ডিয়ান প্রিমিয়র লিগেই নয়, সন্দীপ কার্যত সারা বিশ্বজুড়ে ঘরোয়া টি-১০ ও টি-২০ লিগ খেলে বেড়ান। তিনি হবার্ট হ্যারিকেনস, মেলবোর্ন স্টার্স, লাহোর কালান্দার্স, ওভাল ইনভিন্সিবলস, বার্বাডোজ ট্রাইডেন্টস, জামাইকা তালাওয়াজের মতো প্রথমসারির দলগুলির হয়েও প্রতিনিধিত্ব করেছেন।