cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
ডেইলি সিলেট ডেস্ক ::
ফিলিস্তিনের গাজা উপত্যকায় জর্ডানের ফিল্ড হাসপাতালে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গাজা উপত্যকায় উদ্ভূত মর্মান্তিক ঘটনার জন্য বাংলাদেশ গভীরভাবে উদ্বিগ্ন। বেসামরিক নাগরিক ও বেসামরিক প্রতিষ্ঠানকে হামলার লক্ষ্যবস্তুতে পরিণত করার তীব্র নিন্দা জানায় বাংলাদেশ।
পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ইসরায়েলের হামলায় নিরীহ শিশু ও নারীদের ক্রমবর্ধমান মৃত্যু ও হতাহতের ঘটনা ঘটছে। ইচ্ছা করে হাসপাতাল এবং চিকিৎসা কর্মীদের হামলার লক্ষ্যবস্তুতে পরিণত করা যে কোনো পরিস্থিতিতেই পুরোপুরি অগ্রহণযোগ্য। জর্ডানের ফিল্ড হাসপাতালে হামলা এবং এর ফলে চিকিৎসা কর্মীদের আহত হওয়ার ঘটনা আন্তর্জাতিক মানবিক আইন ও চুক্তির প্রতি ইসরায়েলের সম্পূর্ণ অবজ্ঞা ও অবহেলা।
পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, বাংলাদেশ এ ধরনের অমানবিক কর্মকাণ্ড প্রত্যাখ্যান এবং ফিলিস্তিনে এই নির্বোধ ও বর্বরোচিত রক্তপাত বন্ধে সম্মিলিত প্রচেষ্টায় সম্পৃক্ত হতে আন্তর্জাতিক সম্প্রদায় ও সংশ্লিষ্ট সংস্থাগুলোকে জোরালো আহ্বান জানায়।