সর্বশেষ আপডেট : ২ ঘন্টা আগে
রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪ খ্রীষ্টাব্দ | ৩১ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

দ্বিতীয় দফায় অবরোধেও বাস চালানোর ঘোষণা মালিক সমিতির

ডেইলি সিলেট ডেস্ক ::

বিএনপি-জামায়াতের ডাকা দ্বিতীয় দফায় ৪৮ ঘণ্টার অবরোধেও ঢাকাসহ সারাদেশে বাস-মিনিবাস চলবে বলে জানিয়েছেন ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ।

শনিবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার থেকে টানা ৪৮ ঘণ্টার অবরোধে ঢাকাসহ সারাদেশে বাস-মিনিবাস চলাচল অব্যাহত থাকবে। মালিক সমিতি সব রুটে গাড়ি চলাচল স্বাভাবিক রাখার জন্য সমিতি ও কোম্পানির মালিকদের অনুরোধ করা হচ্ছে।

খন্দকার এনায়েত উল্যাহ জানান, জনবিরোধী এই হরতাল-অবরোধে মালিক-শ্রমিকরা কখনো সাড়া দেবে না, ঘৃণার সঙ্গে প্রত্যাখান করেছে। সামনের দিনগুলোতে অবরোধের দিনগুলোতে গাড়ি চলাচলে যেন কোনো ধরনের বাধা না আসে সে জন্য রাজধানী ঢাকাসহ জেলা শহরের গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে সংশ্লিষ্ট পুলিশ প্রশাসনকে অনুরোধ জানান তিনি।

এদিকে গত বৃহস্পতিবার ডিএমপি হেডকোয়াটার্সে পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভায় ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বলেন, অতীতের মত এখনও আপনারা নির্বিঘ্নে রাস্তায় গাড়ি চালাবেন। সরকার আপনাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে পাশে থাকবে। যদি কোন গাড়ি ক্ষতিগ্রস্ত হয় তাহলে তার ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে। যারা সন্ত্রাসী, চোরাগোপ্তা হামলাকারী তাদের আমরা দেখিয়ে দিতে চাই যে, আমরা তাদের থেকে অনেক বেশি শক্তিশালী।

সভায় বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী, বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির মহাসচিব ও ঢাকা সড়ক পরিবহন মালিক সমিত সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্লাহসহ পরিবহন মালিক সমিতির নেতারা উপস্থিত ছিলেন।

ডিএমপি কমিশনার বলেন, আমাদের সম্মিলিত প্রচেষ্টা সফল হবে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি অতীতে আপনারা আগুন-সন্ত্রাসের বিরুদ্ধে যেভাবে দেশপ্রেমের পরিচয় দিয়েছেন, ত্যাগের পরিচয় দিয়েছেন, শত বাধা-বিপত্তি উপেক্ষা করে আপনারা সে সময় জনগণের পাশে যেভাবে দাঁড়িয়েছেন সেটি নিঃসন্দেহে দেশপ্রেমিক বাঙালির জন্য উজ্জ্বল উদাহরণ।

তিনি আরও বলেন, অবরোধ একটি রাজনৈতিক কার্যক্রম। কিন্তু অবরোধের নামে সাধারণ মানুষের চলাচলে বাধা সৃষ্টি করা প্রচলিত আইনবিরোধী কাজ। বাংলাদেশে এখন উন্নয়নের যে ধারা রয়েছে, সারা বিশ্বে বাংলাদেশের উন্নয়ন নিয়ে গবেষণা হয়, সে সময় অবরোধের নামে এ সকল ধ্বংসাত্মক কার্যক্রম জনবিরোধী ও জনবিচ্ছিন্ন।

তিনি বলেন, পরিবহন খাতে যে সকল শ্রমিক নিয়োজিত রয়েছেন তাদের প্রতিদিনের আয়ের ওপর তাদের জীবিকা নির্বাহ নির্ভর করতে হয়। তাদের যদি বসে থাকতে হয় তাহলে তাদের জীবন কীভাবে চলবে সে উত্তর আমাদের কারো কাছে নেই। সুতরাং এই প্রতিক্রিয়াশীল চক্রের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে।

পরিবহন মালিক সমিতির নেতাদের অভিনন্দন জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, ঝুঁকি থাকা সত্বেও আপনারা লক্ষ টাকার গাড়ি জনগণের কল্যাণের জন্য রাস্তায় নামাচ্ছেন, এজন্য আপনাদের সাধুবাদ জানাচ্ছি।

মতবিনিময় সভায় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) এ কে এম হাফিজ আক্তার, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) ড. খঃ মহিদ উদ্দিন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. মুনিবুর রহমানসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদকমন্ডলীর সভাপতি: মকিস মনসুর আহমদ
সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম, নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ৯/আই, ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
ফোন: ০৮২১-৭২৬৫২৭, মোবাইল: ০১৭১৭৬৮১২১৪
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: