সর্বশেষ আপডেট : ২০ ঘন্টা আগে
বুধবার, ৬ নভেম্বর ২০২৪ খ্রীষ্টাব্দ | ২২ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

২৮ অক্টোবরের সহিংসতা: যুক্তরাষ্ট্রসহ ৭ দূতাবাসের যৌথ বিবৃতি

ডেইলি সিলেট ডেস্ক ::

২৮ অক্টোবর রাজধানী ঢাকায় রাজনৈতিক সমাবেশেকে কেন্দ্র করে সহিংসতার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ঢাকাস্থ সাত দেশের দূতাবাস ও হাইকমিশন। এগুলো হলো- যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, নরওয়ে, দক্ষিণ কোরিয়া ও জাপান।

সোমবারমার্কিন দূতাবাসের ফেসবুক পেজে প্রকাশিত এ বার্তায় অংশগ্রহণমূলক নির্বাচনে পরিবেশ তৈরির আহ্বানও জানানো হয়।

সংশ্লিষ্ট মিশনগুলো বলছে, ২৮ অক্টোবর ঢাকায় রাজনৈতিক সমাবেশে সহিংসতার ঘটনায় গভীরভাবে উদ্বিগ্ন এবং প্রাণহানি ও আহতদের জন্য সমবেদনা জানাচ্ছে অস্ট্রেলিয়া, কানাডা, জাপান, কোরিয়া প্রজাতন্ত্র, নরওয়ে, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র সরকার। অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ তৈরি করতে আমরা সব অংশীজনদের সংযম, সহিংসতা পরিহার এবং একসঙ্গে কাজ করার আহ্বান জানাই।

এর আগে গতকাল রোববার দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক সংক্ষিপ্ত পোস্টে ঢাকার সড়কে প্রাণহানি ও সহিংসতার ঘটনায় গভীরভাবে দুঃখপ্রকাশ করে ইউরোপীয় ইউনিয়ন ও এর সদস্য রাষ্ট্রগুলো।

সেখানে আরও বলা হয়, অংশগ্রহণমূলক এবং শান্তিপূর্ণ নির্বাচনের জন্য একটি শান্তিপূর্ণ পথ খুঁজে পাওয়া গুরুত্বপূর্ণ।

গত শনিবার (২৮ অক্টোবর) রাজনৈতিক সহিংসতা নিয়ে বিবৃতি দেয় ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাস। ওই বার্তায় বলা হয়, ২৮ অক্টোবর ঢাকায় যে রাজনৈতিক সহিংসতা সংঘটিত হয়েছে যুক্তরাষ্ট্র তার নিন্দা জানায়। একজন পুলিশ কর্মকর্তা, একজন রাজনৈতিক কর্মী হত্যা এবং একটি হাসপাতাল পোড়ানোর ঘটনা অগ্রহণযোগ্য। সাংবাদিকসহ বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতাও তেমনই। আমরা সব পক্ষকে শান্তি ও সংযমের আহ্বান জানাই। সম্ভাব্য ভিসা নিষেধাজ্ঞার জন্য আমরা সমস্ত সহিংস ঘটনার পর্যালোচনা করব।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদকমন্ডলীর সভাপতি: মকিস মনসুর আহমদ
সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম, নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ৯/আই, ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
ফোন: ০৮২১-৭২৬৫২৭, মোবাইল: ০১৭১৭৬৮১২১৪
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: