![]()


ডেইলি সিলেট ডেস্ক ::
বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। শুধু অভিনেত্রী হিসাবে নয়, নিজের ব্যবহার ও মিষ্টি স্বভাবের জন্যই ক্যামেরাম্যানদের ও গণমাধ্যম প্রতিনিধিদের মধ্যে বেশ জনপ্রিয়। মুম্বাইতে যত ক্যামেরাম্যান প্রতি মুহূর্তে খ্যাতনামীদের পিছনে ধাওয়া করে তাকে বিরক্ত করুক, বরাবরই হাসিমুখে তাদের পোজ দিয়েছেন দীপিকা। তবে সম্প্রতি একটি ঘটনায় তার বিপরীত হয়ে যায়। ক্যামেরা দেখামাত্রই রেগে গেলেন বলিউডের ‘পদ্মাবতী’। সোশ্যাল মিডিয়ায় মুহুর্তেই ভাইরাল হয়ে যায় ভিডিও।
কয়েকদিন আগে পোশাকশিল্পী মণীশ মালহোত্রের শোতে মঞ্চ মাতান দীপিকার স্বামী রণবীর সিংহ। এ বছর রণবীরের সঙ্গী ছিলেন আলিয়া ভাট। অঞ্জু ভবনানীকে সঙ্গে নিয়ে হাজির ছিলেন দীপিকা। সেখানেই ক্যামেরাম্যানদের দেখামাত্রই রেগে গেলেন এই অভিনেত্রী। মণীশের নকশা করা সাদা শাড়িতে দেখা যায় দীপিকাকে। শোয়ের শেষে শাশুড়ি মায়ের সঙ্গে মঞ্চের পিছনে গ্রিন রুমের দিকে যাচ্ছিলেন। সেখানেই ঢুকে পড়েন ক্যামেরাম্যানরা। আর তাতেই খুব রেগে যান দীপিকা।
দীপিকা বলেন, এটা কিন্তু ব্যাকস্টেজ। এখানে কিন্তু ক্যামেরা ঢোকার অনুমতি নেই। নিরাপত্তারক্ষীদেরও বলতে শোনা যায়, সহযোগিতা করুন, ব্যাকস্টেজে কেন ঢুকছেন! দীপিকা আপত্তি জানাতেই অবশ্য স্টেজের পিছনের অংশ ছেড়ে বেরিয়ে যান ক্যামেরাম্যানরা। দীপিকার এ হেন ব্যবহার প্রশংসা কুড়িয়েছে নেটপাড়ায়।
অভিনেত্রীর কথায় সম্মতি জানিয়ে নেটিজেনরা বলেন, মডেলরা ওখানে পোশাক বদলাচ্ছেন, বিশ্রাম নিচ্ছেন, ওখানে কেন ক্যামেরা ঢুকেছে! কারও মন্তব্য দীপিকা তো ঠিকই বলেছেন। কারও কথায়, দীপিকাই পারে পাপারাৎজি সামলাতে। সূত্র: জি ২৪ ঘন্টা