সর্বশেষ আপডেট : ৫৭ মিনিট ৪০ সেকেন্ড আগে
রবিবার, ১৬ মার্চ ২০২৫ খ্রীষ্টাব্দ | ২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

রাবিতে ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে আটক ৩

ডেইলি সিলেট ডেস্ক ::

ভর্তি পরীক্ষায় প্রক্সি দেয়ার অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে তিনজনকে আটক করা হয়েছে। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় এক সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ভর্তি পরীক্ষায় যেকোনো অনিয়ম প্রতিরোধে শক্ত অবস্থানে রয়েছে প্রশাসন। কেন্দ্রগুলোয় সব সময় শিক্ষকরা তদারকি করছেন। প্রথম শিফটে এসব শিক্ষার্থীর মধ্যে অসঙ্গতি দেখতে পাওয়ায় তাদের আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা প্রক্সির বিষয়টি স্বীকার করেছেন। এর নেপথ্যে বৃহৎ কোনো চক্র জড়িত কি না খতিয়ে দেখা হচ্ছে।

মঙ্গলবার চার শিফটে বিশ্ববিদ্যালয়ের এ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। সকাল ৯টায় কৃষি অনুষদ ভবনে প্রথম শিফটে তানভীর আহমেদের পরিবর্তে পরীক্ষায় প্রক্সি দেন স্বপন হোসাইন। স্যার জগদীশচন্দ্র বোস একাডেমিক ভবনে একই শিফটে প্রক্সি দেয়ায় মোহাম্মদ হোসাইন ও রাকিব নামে আরেকজনকে আটক করা হয়।

পরীক্ষা চলাকালে কেন্দ্রে থাকা শিক্ষকরা তাদের চিহ্নিত করার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের আটক করে। স্বপন বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী।

রাজশাহী মেট্রোপলিটনের উপ-পুলিশ কমিশনার বিজয় বসাক বলেন, গতবারও ভর্তি পরীক্ষা চলাকালে এমন কয়েকজন আটক হয়েছিলেন। তাই এবার নজরদারি বাড়ানো হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে আলোচনা চলছে।

রাবি প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, প্রক্সির অভিযোগ প্রমাণিত হলে বিধি অনুয়ায়ী ব্যবস্থা নেয়া হবে। এ ক্ষেত্রে কোনো ছাড় নেই।

স্যার জগদীশচন্দ্র বসু একাডেমিক ভবনে মো. জাহিদ আল হাসান সিয়ামের প্রক্সি হিসেবে কুষ্টিয়ার মো. হোসাইন পরীক্ষায় অংশগ্রহণ করেন। কৃষি অনুষদ ভবনে তানভীর আহমেদের বদলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. স্বপন হোসাইন পরীক্ষায় অংশ নেন। আটক আরেকজন রাকিবের বিষয়ে বিস্তারিত জানা যায়নি।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: