cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
এবার ভা’রতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটে একটি নির্মাণাধীন ৭ তলা ভবন থেকে লিফট ছিঁড়ে আট শ্রমিকের ম’র্মা’ন্তিক মৃ’ত্যু ঘটেছে।
বুধবার ১৪ সেপ্টেম্বর রাজ্যের আহমেদাবাদ শহরের ম’র্যাদাপূর্ণ গুজরাট বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এই ম’র্মা’ন্তিক ঘটনা ঘটে। এদিকে কিভাবে এই দুর্ঘ’টনা ঘটল, তা খতিয়ে দেখতে ত’দন্ত শুরু করেছে পু’লিশ। খবর এনডিটিভি।
সম্প্রতি ভা’রতীয় একাধিক গনমাধ্যম তাদের প্রতিবেদনে জানিয়েছে, গুজরাট বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের কাছেই ওই বহুতল ভবন তৈরির কাজ চলছিল। সাত তলা থেকে লিফটি ছিঁড়ে পড়ে।
লিফটের মধ্যে আট জন শ্রমিক ছিলেন। সেখানেই শ্রমিক হিসেবে কাজ করছিলেন তারা। ঘটনাস্থলেই সাত জনের মৃ’ত্যু হয়েছে। পরবর্তীতে হাসপাতা’লে চিকিৎসাধীন অবস্থায় আরো একজনের মৃ’ত্যু হয়।
দুর্ঘ’টনায় নি’হতরা হলেন, সঞ্জয়ভাই বাবুভাই নায়ক, জগদীশভাই রমেশভাই নায়ক, অশ্বিনভাই সোমভাই নায়ক, মুকেশ ভা’রতভাই নায়ক, মুকেশভাই ভা’রতভাই নায়ক, রাজমল সুরেশভাই খরদি এবং পঙ্কজভাই শঙ্করভাই খরদি।
এদিকে স্থানীয়রা বলছেন, বুধবার সকাল ১০টার দিকে ওই ভবনের সাত তলায় লিফটি হঠাৎ আ’ট’কে যায় বলে। কিন্তু ঘটনাস্থলে পু’লিশ এবং দমকল পৌঁছায় দুপুর ১টা নাগাদ।
অন্যদিকে পু’লিশ জানিয়েছে, তাদের কাছে এমন কোনো দুর্ঘ’টনার খবর এসেই পৌঁছায়নি। সংবাদমাধ্যমের কাছ থেকে ঘটনার খবর পান দমকল এবং বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মক’র্তারা।