cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
বিয়ানীবাজার পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী (স্বতন্ত্র) জিএস ফারুকুল হক বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন। বুধবার সন্ধ্যায় রিটার্নিং কর্মকর্তা আলমগীর হোসেন তাকে বেসরকারিভাবে জয়ী ঘোষণা করেন।
বিজয়ী প্রার্থী ফারুকুল হক চামচ প্রতিক নিয়ে ভোট পেয়েছেন ৪ হাজার ১শ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোবাইল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আব্দুস সবুর ২ হাজার ৩শ ১৮ ভোট। নৌকা প্রতিকের প্রার্থী আব্দুস শুকুর ২ হাজার ২শ ৭০ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন। এছাড়া জগ প্রতিকের প্রার্থী সাবেক পৌর প্রশাসক তফজ্জুল হোসেন ১ হাজার ৪শ ৯৯ ভোট, হেংগার প্রতিকের আরেক স্বতন্ত্র প্রার্থী প্রভাষক আব্দুস সামাদ আজাদ পেয়েছেন ১ হাজার ১শ ৬৪ ভোট, কম্পিউটার প্রতিক নিয়ে আওয়ামীলীগের আরেক বিদ্রোহী আহবাব হোসেন সাজু পেয়েছেন ১ হাজার ৪শ ভোট, হেলমেট প্রতিকের আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী আব্দুল কুদ্দুছ টিটু পেয়েছেন ৬৭১ ভোট, লাঙ্গল প্রতিক নিয়ে সুনাম উদ্দিন পেয়েছেন ১৩৮ ভোট এবং বাংলাদেশ কমিউনিস্ট পার্টির কাস্তে প্রতিকের প্রার্থী এডভোকেট আবুল কাশেম পেয়েছেন ১৭৩ ভোট। বিয়ানীবাজার রিটার্নিং অফিস থেকে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।
এদিকে, বুধবার সকাল ৮ ঘটিকায় বিয়ানীবাজার পৌরসভার দ্বিতীয় নির্বাচনে ৯টি ওয়ার্ডের ১০ টি ভোট কেন্দ্রে ইভিএমে ভোট গ্রহণ শুরু হয়। শান্তিপূর্ণ পরিবেশে একটানা বিকাল ৪টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। কোনরকম অপ্রীতিকর ঘটনা ছাড়াই নির্বাচন সম্পন্ন হয়। তবে ইভিএমে ফিঙ্গার না মিলা নিয়ে ভোটার ও প্রার্থীদের কাছ থেকে কিছুটা অভিযোগ পাওয়া গিয়েছিল। নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিলো ২৭ হাজার ৩৬৯ জন। নির্বাচনে মেয়র পদে ১০ জন, সাধারণ কাউন্সিলর পদে ৪৮ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেছেন।