সর্বশেষ আপডেট : ১০ ঘন্টা আগে
শুক্রবার, ২৬ জুলাই ২০২৪ খ্রীষ্টাব্দ | ১১ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

‌জৈন্তাপুরে প্রবল স্রোতে নৌকাডু‌বে যাত্রী নিখোঁজ

সিলেটের জৈন্তাপুরে নয়াগাং নদতে প্রবল স্রোতে একটি নৌকা ডুবে গেছে। এতে ওই নৌকার এক যাত্রী নিখোঁজ। আজ শুক্রবার বেলা দেড়াটর দিকে জৈন্তাপুর উপজেলার সদর ইউনিয়নের নয়াগাং নদের শুক্কুরের ভাঙা এলাকায় এ ঘটনা ঘটে।

নিখোঁজ যাত্রীর নাম আলমগীর মিয়া (২৮)। তি‌নি গড়েরপার গ্রামের ফুল মিয়ার ছেলে। গত কয়েক দিনের টানা বৃষ্টিতে পাহাড়ি ঢলের কারণে জৈন্তাপুরের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বেলা দেড়টার দিকে নৌকায় করে জৈন্তাপুরের নয়াগাং নদ পার হ‌চ্ছিলেন গড়েরপাড় গ্রামের পাঁচ বা‌সিন্দা। একপর্যায়ে প্রবল স্রোতে নৌকাটি তলিয়ে যায়। এতে নৌকার পাঁচ যাত্রী নদে পড়ে ডুবে যান। এ সময় স্থানীয় ব্যক্তিরা এগিয়ে গিয়ে দুই শিশুসহ নৌকার চার যাত্রীকে উদ্ধার করেন। কিন্তু তাঁরা নৌকার অপর যাত্রী আলমগীর মিয়াকে উদ্ধার করতে পারেননি।

নৌকাডুবিতে সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপ‌স্থিত হন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ, জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. ফখরুল ইসলাম। পরে স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে ‌সিলেট থেকে ফায়ার সার্ভিসের ডুবু‌রি দল নিখোঁজ আলমগীরের সন্ধান চালান। তবে সন্ধ‌্যা ছয়টায় শেষ খবর পাওয়া পর্যন্ত আলমগীরের সন্ধান পাওয়া যায়নি।

জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফখরুল ইসলাম বলেন, প্রবল বৃ‌ষ্টির মধ্যে অভিযান চা‌লিয়েও আলমগীর মিয়াকে উদ্ধার করা সম্ভব হয়‌নি।

টানা বৃ‌ষ্টিতে উপজেলার মেঘলী, বন্দরহাটি, লামাপাড়া, ময়নাহাটি, মোরগাহাটি, জাঙ্গালহাটি, মজুমদারপাড়া, নয়াবাড়ী, হর্নি, বাইরাখেল, গোয়াবাড়ী, তিলকৈপাড়া, বড়খেল, ফুলবাড়ী, বন্দরহাটি, ডিবিরহাওর, ঘিলাতৈল, মাস্তিং, হেলিরাই, মুক্তাপুর, বিরাইমারা, বিরাইমারা হাওর, লামনীগ্রাম, কাটাখাল, খারুবিল, চাতলারপাড়, ডুলটিরপাড়, ১নং লক্ষ্মীপুর, ২নং লক্ষ্মীপুর, আমবাড়ী, ঝিঙ্গাবাড়ী, কাঁঠালবাড়ী, নলজুরী হাওর, বালিদাঁড়া, রামপ্রসাদ, থুবাং, বাউরভাগ উত্তর, বাউরভাগ দক্ষিণ গ্রামের বি‌ভিন্ন এলাকা প্লা‌বিত হয়েছে।

জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল বশিরুল ইসলাম জানান, নৌকাডুবির ঘটনায় উদ্ধার হওয়া দুই শিশুসহ চার যাত্রীকে জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। তিনি পাহা‌ড়ি ঢলের কারণে নদ-তীরবর্তী বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জা‌নিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদকমন্ডলীর সভাপতি: মকিস মনসুর আহমদ
সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম, নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ৯/আই, ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
ফোন: ০৮২১-৭২৬৫২৭, মোবাইল: ০১৭১৭৬৮১২১৪
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: