cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতা’লে ভর্তির পর পালিয়ে গিয়েছিলেন করো’নায় আ’ক্রান্ত ১০ রোগী। এর মধ্যে সাতজন ভা’রতফেরত এবং তিনজন স্থানীয়ভাবে করো’নায় সংক্রমিত। পরে তাঁদের ফিরিয়ে এনে হাসপাতা’লের রেড জোনে (করো’না ওয়ার্ড) ভর্তি করা হয়। পু’লিশের আবেদনের পরিপ্রেক্ষিতে আ’দালত এই ১০ জনের বি’রুদ্ধে গ্রে’প্তারি পরোয়ানা জারি করেছেন। আজ সোমবার সকালে পু’লিশ যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল থেকে তাঁদের মধ্যে সাতজনকে গ্রে’প্তার করে আ’দালতে পাঠিয়েছে।
গ্রে’প্তার সাতজন হলেন ভা’রতফেরত যশোর শহরের পশ্চিম বারান্দিপাড়া এলাকার বিশ্বনাথ দত্তের স্ত্রী’ মণিমালা দত্ত (৪৯), সাতক্ষীরার আশাশুনি উপজে’লার প্রতাপপাড়া গ্রামের মিলন হোসেন (৩২), রাজবাড়ী সদর উপজে’লার রামকান্তপুর গ্রামের নাসিমা আক্তার (৫০), খুলনা সদর উপজে’লার বিবেকানন্দ (৫২), খুলনার পাইকগাছা উপজে’লার ডাম’রাইল গ্রামের আমিরুল সানা (৫২), খুলনার রূপসা উপজে’লার সোহেল সরদার (১৭) এবং স্থানীয় রোগী যশোর সদর উপজে’লার পাঁচবাড়িয়া গ্রামের রবিউল ইস’লামের স্ত্রী’ ফাতেমা (১৯)।