cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
সৌদির সবচেয়ে বয়ষ্ক মুআজ্জিন শায়খ নাসের বিন আবদুল্লাহ আল হালিল ই’ন্তেকাল করেছেন। গত সোমবার (১৫ মা’র্চ) রাতে ১১৮ বছর বয়সে তিনি মা’রা যান। স্থানীয় সংবাদ মাধ্যমের সূত্রের গালফ নিউজ এ তথ্য জানিয়েছে।
শায়খ নাসের বিন আবদুল্লাহ আল হালিল সৌদির আল আফলাজ শহরের আল বাতিনা নামক একটি ম’সজিদে দীর্ঘ ৮০ বছর মুআজ্জিন হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। এ ম’সজিদে প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজের আজান দিতেন তিনি।
ম’রহু’মের আত্মীয়দের বর্ণনা মতে, মৃ’ত্যুকালে শায়খ নাসের তাঁর তর্জনী আঙ্গুল তুলে রেখে ছিলেন। এমনকি মুআজ্জিন হিসেবে দায়িত্ব পালনের দীর্ঘ ৮০ বছরে অ’সুস্থতা ছড়া কখনো তিনি আজান দেওয়া বাদ দেননি।
শায়খ নাসের বিন আবদুল্লাহ আল হালিলকে সৌদির সবচেয়ে বয়স্ক মুআজ্জিন হিসেবে মনে করা হয়। গত চার বছর আগে অ’সুস্থতা ও বার্ধক্য জনিত কারণে তিনি অবসর গ্রহণ করেন।
নামাজের জন্য নির্ধারিত পদ্ধতিতে আহ্বান করা আজান বলা হয়। আজানদাতা বা মুআজ্জিনের অনেক বড় ম’র্যাদা আছে। ইস’লামের ইতিহাসে প্রথম মুআজ্জিন ছিলেন বিশিষ্ট সাহাবি বিলাল বিন রাবাহ (রা.)।