সর্বশেষ আপডেট : ৮ ঘন্টা আগে
শনিবার, ১২ অক্টোবর ২০২৪ খ্রীষ্টাব্দ | ২৭ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

‘ছাতক ফোরাম, সিলেট’ নামে সংগঠনের আত্মপ্রকাশ

সিলেটে বসবাসরত ছাতকের বাসিন্দাদের নিয়ে ‘ছাতক ফোরাম, সিলেট’ নামে একটি সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে। শনিবার সন্ধ্যায় নগরীর বড়বাজার ১০নং বাসায় সংগঠনের নির্ধারিত অস্থায়ী কার্যালয়ে এক সভার মাধ্যমে এ সিদ্ধান্ত নেয়া হয়।

সংগঠন গঠনের লক্ষে গঠিত আহ্বায়ক কমিটির আহ্বায়ক বিশিষ্ট ব্যবসায়ী মুহিবুর রহমানের সভাপতিত্বে ও সদস্য সচিব ব্যবসায়ী হাফিজ আহমদের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ মো. ওয়াহিদুল হক, জাউয়া বাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. আবদুল গফফার, এনজেএল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মো. রেজাউল করিম তালুকদার, ব্যবসায়ী আরিফ খান, আবু তাহের, মো. শাহ আলম, আবু হুরায়রা ছুরত, মো. সাইফুল আলম, রফিক আহমদ চৌধুরী, মিজানুর রহমান জাবেদ, আলী আজাদ, নাজমুল হোসেন, মো. বাহাউদ্দিন নোমান, সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্টার অঞ্জন দেবনাথ, ব্যবসায়ী হোসাইন আহমদ তালুকদার, রোটারিয়ান মুন্না আহমদ, সাংবাদিক মারুফ আহমদ, শোয়েব মাহমুদ প্রমুখ।

ছাতকের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় কিংবা কোনো ধরনের অনিয়মে এ সংগঠন কণ্ঠস্বর হিসেবে কাজ করবে বলে জানান বক্তারা।

বক্তারা বলেন, ব্যবসা কিংবা চাকুরির সুবাদে ছাতকের অনেকে সিলেট শহরে বসবাস করেন। তারপরও তারা ছাতকের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড পরিচালনা কিংবা আদায়ে এবং অনিয়মের প্রতিবাদে ভূমিকা রাখতে আগ্রহী। তাদেরকে নিয়েই এ সংগঠন গঠিত হয়েছে। সংগঠনটি তার স্বকীয়তা বজায় রেখে দীর্ঘকাল কাজ করে যাবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন বক্তারা।

এছাড়াও এ সভা থেকে সদস্য গ্রহণের মাধ্যমে সংগঠনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। বিজ্ঞপ্তি

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদকমন্ডলীর সভাপতি: মকিস মনসুর আহমদ
সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম, নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ৯/আই, ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
ফোন: ০৮২১-৭২৬৫২৭, মোবাইল: ০১৭১৭৬৮১২১৪
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: