সর্বশেষ আপডেট : ১১ ঘন্টা আগে
মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪ খ্রীষ্টাব্দ | ২৮ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

সিলেটে ছিনতাইকারী অভিযোগে অটোরিকশা চালক আটক

সিলেটের মীরবক্সটুলায় ছিনতাইর অভিযোগে মাসুদ আহমেদ রাব্বি নামে এক সিএনজিচালিত অটোরিকশা চালককে আটক করেছে পুলিশ। আটক রাব্বি নগরীর বালুচর জোনাকী আবাসিক এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেল ৫ টার দিকে নগরীর মীরবক্সটুলা এলাকার খয়রুন ভবনের সামনে এক কিশোর সিএনজিচালিত অটোরিকশা (সিলেট-থ-১২৮০৯৮) থেকে নেমে মোবাইল মোবাইল বলে চিৎকার করে।

তখন ওই কিশোর সিএনজিচালিত অটোরিকশাটির একটি অংশ ধরে থাকে। তবে অটোরিকশার চালক না থেমে গাড়ি নিয়ে চলে যাওয়ার চেষ্টা করেন। তাৎক্ষণিকভাবে জনতা অটোরিকশার চালককে আটক করেন। এ সময় অটোরিকশায় বসে থাকা দুই যুবক ওই কিশোরের মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়। তবে চালককে আটক করেন জনতা।

ভুক্তভোগী কিশোর আবু তাহের (১৫) বলেন, আমি নয়াসড়ক থেকে হেটে মীরবক্সটুলায় উইমেন্স মেডিকেল কলেজের সামনে আসছিলাম। নয়াসড়ক পয়েন্টে ওই সিএনজিচালক আমাকে চেনে বলে তার গাড়িতে তুলে। উইমেন্স মেডিকেলের সামনে এসে গাড়ি থামাতে বললেও সে থামায়নি।

পরবর্তীতে খয়রুন ভবনের সামনে থামালেও গাড়ি থেকে নেমে দেখি আমার পকেটে মোবাইল ফোন নেই। এ সময় অটোরিকশাটিকে ধরে রেখে মোবাইল মোবাইল বলে চিৎকার দেই। কিন্তু অটোরিকশাটি থামেনি। এ সময় আশপাশের মানুষ অটোরিকশাটিকে আটকান। তবে সিএনজিতে বসা ওপর দুই যুবক আমার মোবাইল ফোনটি নিয়ে পালিয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করে সিলেট কোতোয়ালি থানার এএসআই রুহেল বলেন, মীরবক্সটুলা এলাকা থেকে এক কিশোরের মোবাইল ফোন ছিনতাই হয়েছে।

এ ঘটনায় সিএনজিচালিত অটোরিকশা চালক মাসুদ আহমেদ রাবিবকে আটক করা হয়েছে। তবে অটোরিকশায় থাকা অন্য দুই যুবক পালিয়ে গেছে।

ঘটনার সঙ্গে জড়িত অটোরিকশা আটকানো হয়েছে। থানায় নেওয়ার পর পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: