সর্বশেষ আপডেট : ১৭ ঘন্টা আগে
রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫ খ্রীষ্টাব্দ | ৪ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

সিলেটে আবারো ট্রাকভর্তি যাত্রী : আটকের পর ফিরিয়ে দিলো পুলিশ

সিলেটের দক্ষিণ সুরমা হাবীব হোসেন পেট্রোল পাম্প থেকে ৪০জন যাত্রী নিয়ে ঢাকায় উদ্দ্যেশ্যে যাওয়া একটি ট্রাক আটকে দিয়েছে পুলিশ।

তারা গভীর রাতে কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ থেকে লুকিয়ে ঢাকার উদ্দ্যেশ্যে যাচ্ছিলো। পরে দক্ষিণ সুরমা থানা পুলিশ ট্রাকটি আবার ভোলাগঞ্জে ফেরত পাঠিয়ে দিয়েছে।

পুলিশের দাবি ট্রাকে যাত্রী পরিবহন না করার নির্দেশনা দিয়ে উল্টোপথে ফেরত পাঠানো হয়েছে তাদের। তবে ট্রাকটি ভোলাগঞ্জে ফিরে গিয়েছে কি না, তার সত্যতা পাওয়া যায়নি।

জানা গেছে, শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে প্রায় ৪০জন যাত্রী নিয়ে একটি ট্রাক সুনামগঞ্জ বাইপাস দিয়ে এসে ঢাকা-সিলেট মহাসড়কের দক্ষিণ সুরমার তেতলী হাবিব হোসেন পেট্রোল পাম্পে জ্বালানি সংগ্রহ করছিল। তখন ট্রাকটি পুলিশের নজরে পড়লে চালক ও যাত্রীদের আটক করেন। পরে তাদের উল্টোপথে ফিরিয়ে দেয়া হয়।

এ ব্যাপারে দক্ষিণ সুরমা থানার ওসি খায়রুল ফজল জানান, লকডাউন চলা অবস্থায় যাত্রী নিয়ে ঢাকা যাওয়ার চেষ্টা করেছিল একটি ট্রাক। বেশ কয়েকজন যাত্রী নিয়ে সুনামগঞ্জ বাইপাস দিয়ে আসা একটি ট্রাক ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হতে চেয়েছিল।

পুলিশের দায়িত্বরত দল ট্রাকটিকে আটকিয়ে যাত্রী বহন না করার নির্দেশনা দিয়ে উল্টোপথে ফেরত পাঠিয়ে দেয়।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: