cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
করোনা নিয়ে এখনো সচেতন নন দেশের বিভিন্ন এলাকার লোকজন। পুলিশ ও সেনা টহলের মধ্যেও রাস্তার মোড়ে মোড়ে জটলা পাকাচ্ছেন অনেকেই। সাধারণ মানুষদের বোঝাতে হিমশিম খাচ্ছেন তারা। এরপরও নিয়মের তোয়াক্কা করছেন না কিছু মানুষ। তাই তো আইন-শৃঙ্খলা বাহিনীকে আরও সতর্কতার সঙ্গে এবং কঠোরভাবে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছে মন্ত্রিসভা।
সোমবার (৬ এপ্রিল) গণভবনে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই নির্দেশ দেয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে সভাপতিত্ব করেন।
বৈঠকের বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এব্যাপারে বলেন, ‘আজ থেকে সোশ্যাল আইসোলেশন বাস্তবায়নের জন্য আরও সতর্ক এবং স্ট্রিক্ট ওয়েতে পদক্ষেপ গ্রহণের জন্য আইন-শৃঙ্খলা বাহিনী পদক্ষেপ নেবে এবং প্রচার-প্রচারণায় অধিক গুরুত্ব দেবে, যাতে মানুষের মাঝে আরও সচেতনতা বৃদ্ধি পায়।’
এ নির্দেশনার প্রেক্ষিতে সিলেটেও কঠোর অ্যাকশনে যাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। কোয়ারেন্টিন এবং সামাজিক দূরত্ব নিশ্চিত করার জন্য কঠোর অবস্থানে যাবে সেনাবাহিনী, র্যাব ও পুলিশ।
স্থানীয় প্রশাসনকে সহায়তার অংশ হিসেবে দেশের সব স্থানে সামাজিক দূরত্ব বজায় রাখা এবং হোম কোয়ারেন্টিনের বিষয়টি কঠোরভাবে নিশ্চিত করবে। সরকার প্রদত্ত নির্দেশাবলী অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।