সর্বশেষ আপডেট : ১০ ঘন্টা আগে
শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪ খ্রীষ্টাব্দ | ২৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

কিশোরী মোহন স্কুলের প্রাক্তন ছাত্রী পূনর্মিলনীর উদ্বোধন

স্টাফ রিপোর্টার:

নগরীর নয়াসড়কস্থ কিশোরী মোহন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী পূনর্মিলনীর উদ্বোধন হয়েছে। শনিবার সকালে প্রাক্তন ছাত্রী পূনর্মিলনী উদযাপন পরিষদের আহবায়ক মারিয়ান চৌধুরী মাম্মীর সভাপতিত্বে ও সাংস্কৃতিক কমিটির আহবায়ক জ্যাতি ভট্টাচার্যের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সংসদ সদস্য হাফিজ আহমদ মজুমদার, সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম। বক্তব্য রাখেন, কিশোরি মোহন বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ফয়জুল আনোয়ার আলাউর, স্কুলের প্রধান শিক্ষক গৌরাঙ্গ ষোষ, কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি মাসুক উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসাইন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, প্রাক্তন ছাত্রী পূনর্মিলনী উদযাপন পরিষদের সদস্য সচিব কার্নাজ রহিম জিহান, সমন্বয়কারী রানা ফেরদৌস, যুগ্ম সদস্য সচিব সাহেদা খান ও ফাতেমা জামান রোজী, র‌্যালি-সাজসজ্জা ও অনুষ্ঠান পরিকল্পনার আহবায়ক প্রেইজী সিনহা এমি, সদস্য তাসনুভা হুমায়রা চৌধুরী, কোষাধ্যক্ষ শিরিন বেগম, যুগ্ম কোষাধ্যক্ষ তানয়িওর জাহান চৌধুরী, অভ্যর্থনা সদস্য ইয়াসমিন চৌধুরী আকঞ্জি, ইসরাত জাহান লিসা, তাহমিনা চৌধুরী মণি, পিংকী রোজারিও, সিলেট কোতোয়ালী মডেল থানার ওসি সেলিম মিয়া প্রমুখ।
অনুষ্ঠানে ‘শিরীষের ছায়ায়’ স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন, কীর্তিমান শিক্ষার্থী সম্মাননা দেয়া হয়। বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এর আগে গত শুক্রবার বিকেলে তিন দিনব্যাপী অনুষ্ঠানমালার অংশ হিসেবে বিদ্যালয় থেকে আনন্দ শোভাযাত্রা বের করা হয়।
আজ রোববার আলোচনা সভার পাশাপাশি প্রাক্তন ছাত্রীদের সাংস্কৃতিক অনুষ্ঠান, ক্রীড়া প্রতিযোগিতা, রক্তদান কর্মসূচির সাথে থাকবে ফানুস উড়ানো এবং আতশবাজির ঝলকানি। শেষ দিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তত্তাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী। বিশেষ অতিথি থাকবেন মদন মোহন কলেজের সাবেক অধ্যক্ষ ড. আবুল ফতেহ ফাত্তাহ, প্রফেসর শামীমা চৌধুরী, শাবিপ্রবির বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক, ড. জফির সেতু, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: