সর্বশেষ আপডেট : ৭ ঘন্টা আগে
শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫ খ্রীষ্টাব্দ | ৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

নির্বাচনী উত্তাপে বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান বাতিল, টুর্নামেন্ট শুরু ২৬ ডিসেম্বরই

স্পোর্টস রিপোর্টার ::

আসন্ন জাতীয় নির্বাচনের রাজনৈতিক উত্তাপের প্রভাব পড়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল)। নিরাপত্তা ঝুঁকি ও উচ্চপর্যায়ের অনুমোদন না পাওয়ায় বিপিএলের ১৩তম আসরের উদ্বোধনী অনুষ্ঠান বাতিল করা হয়েছে। তবে নির্ধারিত সময়েই টুর্নামেন্ট শুরু হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সূত্র জানায়, আগামী ২৪ ডিসেম্বর মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি সম্পন্ন ছিল। টেকনিক্যাল ও লজিস্টিক সব আয়োজন চূড়ান্ত থাকলেও দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বড় পরিসরের জনসমাগম ঝুঁকিপূর্ণ বিবেচিত হওয়ায় শেষ পর্যন্ত অনুষ্ঠানটি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। এ বিষয়ে বিসিবির গভর্নিং কাউন্সিলের একটি বিশ্বস্ত সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

জানা গেছে, আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এরই মধ্যে ১১ ডিসেম্বর নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে। নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে রাজনৈতিক দলগুলোর কর্মসূচি ও জনসমাগম বাড়ার আশঙ্কা রয়েছে। বিশেষ করে বিরোধী রাজনৈতিক দলের কর্মসূচি এবং ২৫ ডিসেম্বর একটি বড় রাজনৈতিক ঘটনার সম্ভাব্য সময় ঘিরে ঢাকায় ব্যাপক জনসমাগম হতে পারে বলে নিরাপত্তা সংস্থাগুলোর আশঙ্কা ছিল। এই প্রেক্ষাপটে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে চাপ বাড়তে পারে বলে উদ্বোধনী অনুষ্ঠান আয়োজনের বিষয়ে ‘সবুজ সংকেত’ পাওয়া যায়নি।

এর আগে ২০ ও ২৩ ডিসেম্বর উদ্বোধনী অনুষ্ঠান আয়োজনের সম্ভাব্য তারিখ নিয়েও আলোচনা হয়েছিল। তবে স্টেডিয়ামের আশপাশে জনসমাগম নিয়ন্ত্রণ কঠিন হতে পারে—এই আশঙ্কায় সেসব প্রস্তাবও বাতিল করা হয়। সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে বড় ধরনের ঝুঁকি এড়াতেই বিসিবি এই সিদ্ধান্ত নিয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠান বাতিল হলেও বিপিএলের ম্যাচসূচিতে কোনো পরিবর্তন আসেনি। আগামী ২৬ ডিসেম্বর ছয়টি দল নিয়ে মাঠে গড়াবে বিপিএলের ১৩তম আসর। টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ২৩ জানুয়ারি। মোট ম্যাচের বড় অংশ অনুষ্ঠিত হবে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

লিগ পর্বের প্রথম ধাপ অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এবং দ্বিতীয় ধাপ হবে চট্টগ্রামের সাগরিকা স্টেডিয়ামে। শেষ পর্যায়ের সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচগুলো আয়োজন করা হবে ঢাকায়। তবে চলমান রাজনৈতিক পরিস্থিতির কারণে বিভাগীয় শহরগুলোতে দলগুলোর যাতায়াত, অনুশীলন ও নিরাপত্তা ব্যবস্থাপনা স্বাভাবিক সময়ের তুলনায় চ্যালেঞ্জিং হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বিসিবি সূত্র জানিয়েছে, টুর্নামেন্ট চলাকালীন সময়েও সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের উচ্চপর্যায়ের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় মাঠের ভেতর ও বাইরের পরিবেশ স্বাভাবিক রাখার পরিকল্পনা রয়েছে। সব চ্যালেঞ্জ সত্ত্বেও নির্ধারিত সময়ের মধ্যেই বিপিএল সফলভাবে সম্পন্ন করা যাবে বলে আশাবাদী কর্তৃপক্ষ।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by:

fistinghd.netjosporn.netxfantazy.orgpornjoy.org