সর্বশেষ আপডেট : ০ ঘন্টা আগে
সোমবার, ১২ জানুয়ারী ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

স্বেচ্ছাসেবক লীগ নেতার শোরুমে জুয়ার আসর, বিএনপি নেতাসহ আটক ৯

ডেইলি সিলেট ডেস্ক ::

পাবনার আতাইকুলায় স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির পাভেলের শোরুমে জুয়ার আসর থেকে বিএনপি সমর্থিত ইউপি চেয়ারম্যান পদপ্রার্থীসহ ৯ জনকে আটক করেছে পুলিশ।

পুলিশ জানায়, বৃহস্পতিবার (২১ আগস্ট) রাত ১১টার দিকে সাদুল্লাপুর ইউনিয়নের শ্রীকোল বাজারের আরএফএলের শোরুমে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন— চোমরপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে ও বিএনপি সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রউফ (৪৫), খাজা হোসেন (৪০), সাইফুল ইসলাম (৩৯), জনি (৪০), লালন হোসেন (৩৮), হাশেম আলী (৪০), জলিল মুন্সী (৪২), আমিরুল ইসলাম (৪০) ও আব্দুল মজিদ (৪২)।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই শোরুমে নিয়মিত জুয়ার আসর বসত, যেখানে আওয়ামী লীগ ও বিএনপি উভয় দলের সমর্থকরাই অংশ নিত। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালায়, তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে অনেকেই পালিয়ে যায়। স্থানীয়দের অভিযোগ, স্বেচ্ছাসেবক লীগ নেতা হুমায়ুন কবির পাভেল অর্থের বিনিময়ে অফিসটি জুয়ার আসরের জন্য ভাড়া দিতেন। সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত জুয়ার আসর বসত এবং এর সঙ্গে গরু চুরি, চাঁদাবাজিসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডও চলত।

স্থানীয়রা আরও অভিযোগ করেন, আওয়ামী লীগের পতনের পর দলীয় নেতাকর্মীরা আত্মগোপনে গেলেও স্বেচ্ছাসেবক লীগ নেতা পাভেল প্রভাবশালী ব্যক্তিদের ছত্রছায়ায় এখনো ধরাছোঁয়ার বাইরে রয়েছেন। তিনি সালিশ-বাণিজ্য ও চাঁদাবাজির মাধ্যমে বিপুল অর্থ উপার্জন করেছেন এবং এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছেন।

আতাইকুলা থানার ওসি একেএম হাবিবুল আওয়াল বলেন, “আটক ৯ জনকে আমরা মামলার মাধ্যমে কোর্টে পাঠিয়েছি। বিষয়টি তদন্তাধীন রয়েছে।”

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: