সর্বশেষ আপডেট : ৭ ঘন্টা আগে
শনিবার, ১০ জানুয়ারী ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

রংপুরে র‍্যাবের অভিযানে অজ্ঞান পার্টির মূলহোতাসহ গ্রেপ্তার ১১

ডেইলি সিলেট ডেস্ক:

রংপুর মহানগরীর কোতোয়ালি থানাধীন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে আন্তঃজেলা অজ্ঞান পার্টির মূলহোতাসহ ১১ জন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৩।

আসন্ন ঈদ-উল-আযহা সামনে রেখে গরু ব্যবসায়ীদের লক্ষ্য করে সক্রিয় হয়ে ওঠা এই চক্রটি দেশব্যাপী বিভিন্ন হাটে চেতনানাশক দিয়ে মানুষকে অজ্ঞান করে অর্থ লুটে নিতো।

র‍্যাব জানায়, গত ৩০মে দিবাগত রাত ১টা ৩০ মিনিট থেকে সকাল ১০টা পর্যন্ত রংপুর মহানগরীর হোটেল এম রহমান, হোটেল জামাল এবং হোটেল সানমুনে অভিযান চালিয়ে এই চক্রের ১১ জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন:

মো. ইমরান খান (৩৫), ফরিদপুর

আব্দুল সাদেক শেখ (২৫), রাজবাড়ী

আ. লতিফ (৫৬), টাঙ্গাইল

মো. খসরু আহমেদ (৪৬), সিরাজগঞ্জ

মো. জয়নাল আবেদীন (৪৫), গাইবান্ধা

মো. মহিবুল (৪৫), মুন্সিগঞ্জ

মো. আ. সালাম (৪০), মানিকগঞ্জ

মো. চাঁন শরীফ ব্যাপারী (৬২), মুন্সিগঞ্জ

মো. রিপন (৫৫), মুন্সিগঞ্জ

মো. আজাহার উদ্দিন (৬২), জামালপুর
রেজাউল ইসলাম (৫৫), কুষ্টিয়া

র‍্যাব জানায়, গ্রেপ্তারকৃতদের প্রত্যেকের বিরুদ্ধেই দেশের বিভিন্ন জেলায় একাধিক মামলা রয়েছে। চক্রের মূলহোতা হিসেবে চিহ্নিত মো. ইমরান খান এর দিকনির্দেশনায় অন্যান্য সদস্যরা পরিকল্পিতভাবে বিভিন্ন পশুর হাটে গিয়ে চেতনানাশক মেশানো হালুয়া বা ট্যাবলেট খাইয়ে গরু ব্যবসায়ীদের সর্বস্ব লুটে নিত।

অভিযানে তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে: বিভিন্ন কোম্পানির ৪৫ পাতা (৪৫০ পিস) চেতনানাশক ট্যাবলেট, ছোট-বড় মিলিয়ে প্রায় ১০টি কৌটায় রাখা চেতনানাশক হালুয়া, ১৭ পিস হালুয়া ভর্তি একটি পলিথিন ব্যাগ

র‍্যাব আরও জানায়, আজ (৩০ মে) দিনাজপুর জেলার আমবাড়ী গরুর হাটে অপারেশন চালানোর পরিকল্পনা ছিল চক্রটির। গ্রেপ্তারকৃতদের দেওয়া জবানবন্দিতে এ তথ্য জানা যায়।

আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: