![]()


ডেইলি সিলেট ডেস্ক ::
ঢাকার তিনটি গুরুত্বপূর্ণ মোড়ে অবরোধের ডাক দিয়ে সায়েন্স ল্যাবরেটরি এলাকা ছেড়ে গেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
বুধবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে তারা সায়েন্স ল্যাবরেটরি মোড় ত্যাগ করেন। এতে প্রায় পৌনে পাঁচ ঘণ্টা পর ওই এলাকার সড়কগুলোতে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।
আন্দোলনকারীরা জানিয়েছেন, বৃহস্পতিবার ঢাকার সায়েন্স ল্যাবরেটরি, তাঁতীবাজার ও টেকনিক্যাল মোড়ে অবরোধ কর্মসূচি পালন করা হবে।
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে বুধবার সকাল ১১টার দিকে একদল শিক্ষার্থী রাজধানীর টেকনিক্যাল মোড়, মহাখালীর আমতলী, সায়েন্স ল্যাবরেটরি ও তাঁতীবাজার মোড় অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।
এই অবরোধের ফলে রাজধানীর বিভিন্ন সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। অফিসগামী মানুষ ও শিক্ষার্থীরা চরম ভোগান্তিতে পড়েন।
আন্দোলনকারীরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা কর্মসূচি চালিয়ে যাবেন।