![]()


ডেইলি সিলেট ডেস্ক ::
সোমবার নির্বাচন কমিশনের আপিল শুনানিতে চট্টগ্রাম-৯ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী একেএম ফজলুল হকের মনোনয়নপত্র ফেরানোর আবেদন নামঞ্জুর করা হয়। প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত শুনানিতে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্ত বহাল রাখা হয়।
ফজলুল হকের যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব থাকলেও তিনি ২৮ ডিসেম্বর তা ত্যাগ করার হলফনামা জমা দিয়েছেন। তবে রিটার্নিং কর্মকর্তা ও বিভাগীয় কমিশনার জিয়া উদ্দিনের মতে, প্রয়োজনীয় কাগজপত্র প্রদর্শনে তিনি ব্যর্থ হয়েছেন।
শুনানি শেষে ফজলুল হক গণমাধ্যম বসবে। বলেন, “আমার প্রতি বৈষম্য হয়েছে। বিএনপির অনেক প্রার্থী দ্বৈত নাগরিকত্ব থাকলেও কাগজপত্র জমা ছাড়াই মনোনয়নপত্র বৈধ হয়েছে। নির্বাচন কমিশনও আমার প্রার্থিতা ফেরায়নি। এখন আইনজীবীর সঙ্গে পরামর্শ করে আদালতে পদক্ষেপ নেব।”
চট্টগ্রাম-৯ আসনটি নগরীর কোতোয়ালি ও বাকলিয়া থানা নিয়ে গঠিত। এই আসনে বিএনপির প্রার্থী দলের দক্ষিণ জেলার সাবেক আহ্বায়ক আবু সুফিয়ান। মোট ১২ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এই আপিল শুনানি ১৪১-২১০ নম্বরের অন্তর্ভুক্ত। ঢাকার আগারগাঁওয়ের নির্বাচন ভবনের অডিটোরিয়ামে সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলবে। এবারের তফসিল অনুযায়ী ২০ জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময়, এর পরদিন চূড়ান্ত প্রার্থী নির্ধারিত হবে এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রতীক বরাদ্দ করা হবে।