![]()


ডেইলি সিলেট ডেস্ক ::
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে ১৮টি কেন্দ্রের চূড়ান্ত ফলাফলে ভিপি পদে ছাত্রদল-ছাত্রঅধিকার সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেলের প্রার্থী এবং জিএস ও এজিএস পদে ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের প্রার্থীরা এগিয়ে আছেন।
বুধবার সকাল সাড়ে ৭টায় নির্বাচন কমিশনের তিনজন সদস্য প্রথমে চারটি কেন্দ্রের ফলাফল ঘোষণা করেন। পরে আরও তিনটি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়।
এরপর দুপুরের মধ্যে আরও চার কেন্দ্রের ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন। বিকালের মধ্যে পাওয়া গেছে আরও সাতটি কেন্দ্রের ফলাফল।
১৮টি কেন্দ্রের ফলাফলে সহসভাপতি (ভিপি) পদে ২১৫৪ ভোট পেয়ে এগিয়ে আছেন ছাত্রদল-ছাত্র অধিকার পরিষদ সমন্বয়ে গঠিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেলের এ কে এম রাকিব।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের রিয়াজুল ইসলাম পেয়েছেন ২১২৯ ভোট।
সাধারণ সম্পাদক (জিএস) পদে ২৩৬৪ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন অদম্য জবিয়ান ঐক্য প্যানেলের আব্দুল আলীম আরিফ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেলের খাদিজাতুল কুবরা পেয়েছেন ১০৩০ ভোট।
আর সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে ২০৮৮ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের মাসুদ রানা।
একই পদে ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেলের আতিকুল ইসলাম তানজীল পেয়েছেন ১৮১৯ ভোট।
কেন্দ্রীয় সংসদের ২০টি কেন্দ্র ও হল শিক্ষার্থী সংসদের ফল এখনও বাকি আছে।