![]()


খলিলুর রহমান ::
মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ী) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সোমবার মোট ৬জন সংসদ সদস্যপ্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে বড়লেখা উপজেলায় পাঁচজন এবং জুড়ী উপজেলায় একজন প্রার্থী মনোনয়ন জমা দেন।
মনোনয়ন দাখিলকারীরা হলেন— বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী নাসির উদ্দিন আহমেদ মিঠু, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা মোহাম্মদ আমিনুল ইসলাম, খেলাফত মজলিস ও ১০ দলীয় জোটের মনোনীত প্রার্থী মৌলভী লুকমান আহমদ, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী আহমেদ রিয়াজ উদ্দিন, স্বতন্ত্র প্রার্থী বেলাল আহমদ এবং মো. শরিফুল ইসলাম।
সোমবার বড়লেখায় সহকারী রিটার্নিং অফিসার ও বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরীর কার্যালয়ে পাঁচজন প্রার্থী দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মনোনয়নপত্র জমা দেন। অপরদিকে বিএনপি মনোনীত প্রার্থী নাসির উদ্দিন আহমেদ মিঠু বেলা আড়াইটায় জুড়ীতে সহকারী রিটার্নিং অফিসার ও জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মারুফ দস্তেগীরের কার্যালয়ে মনোনয়ন দাখিল করেন।
জুড়ীতে মনোনয়ন দাখিলের সময় উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হাফিজ, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খছরু, সাংগঠনিক সম্পাদক সহকারী অধ্যাপক আব্দুস সহিদ খান, সাবেক সহসভাপতি আলাল উদ্দিন, বড়লেখা পৌর বিএনপির সাবেক সভাপতি আনোয়ারুল ইসলাম, জুড়ী উপজেলা বিএনপির সভাপতি হাজী মাছুম রেজা, সাধারণ সম্পাদক মতিউর রহমান চুনুসহ দলীয় নেতৃবৃন্দ।
বড়লেখায় যেসব প্রার্থী মনোনয়ন জমা দেন তারা হলেন— জামায়াতে ইসলামী মনোনীত মাওলানা মোহাম্মদ আমিনুল ইসলাম, খেলাফত মজলিস ও ১০ দলীয় জোটের মৌলভী লুকমান আহমদ, জাতীয় পার্টির আহমেদ রিয়াজ উদ্দিন, স্বতন্ত্র বেলাল আহমদ, গণফ্রন্ট মনোনীত মো. শরিফুল ইসলাম এবং গণঅধিকার পরিষদ মনোনীত মো. আব্দুন নুর।
মনোনয়ন দাখিলকে ঘিরে বড়লেখা ও জুড়ীজুড়ে রাজনৈতিক তৎপরতা বাড়তে দেখা গেছে।