সর্বশেষ আপডেট : ২১ ঘন্টা আগে
শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

কুলাউড়ায় আমরা কুলাউড়ী কানাডিয়ান টরেন্টোর উদ্যোগে সেলাই মেশিন বিতরণ

কুলাউড়া প্রতিনিধি :

মৌলভীবাজারের কুলাউড়ায় অসচ্ছল পরিবারগুলোর স্বাবলম্বী করতে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৩ডিসেম্বর) বেলা ১১টায় কুলাউড়া শহরের একটি অভিজাত রেস্টুরেন্টে ‘আমরা কুলাউড়ী কানাডিয়ান টরেন্টো, কানাডা’র উদ্যোগে এই সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানে কুলাউড়া সাংবাদিক সমিতির সাবেক সভাপতি ও টিম জার্নালিস্ট এর উপদেষ্টা মোক্তাদির হোসেনের সভাপতিত্বে ও সাংবাদিক রুবেল বখস পাবেলের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান মোল্যা। এসময় বক্তব্যে তিনি বলেন, ‘আমরা কুলাউড়ী কানাডিয়ান টরেন্টো’র পক্ষ থেকে অসচ্ছলতা দূরীকরণে এই মানবিক সহায়তা প্রদান করা হয়েছে। আশা করি সেলাই মেশিন প্রাপ্ত উপকারভোগীরা সেলাইয়ের কাজ করে পরিবারের অর্থনৈতিক চাকা সচল করতে পারবেন। পরিবারের পুরুষ সদস্যের পাশাপাশি নারীরাও এগিয়ে যাবেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা পরিষদের সাবেক মহিলা সদস্য শিরিন আক্তার চৌধুরী মুন্নী, কুলাউড়া রেলওয়ে জংশন স্টেশনের মাস্টার রোমান আহমদ। অনুষ্ঠানে কুলাউড়া উপজেলার ১৩টি ইউনিয়ন ও ১টি পৌরসভা থেকে মোট ১৪টি পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: