সর্বশেষ আপডেট : ৬ ঘন্টা আগে
শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫ খ্রীষ্টাব্দ | ৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

খালেদা জিয়ার চিকিৎসা আপাতত ঢাকায় চলবে

ডেইলি সিলেট ডেস্ক ::

উন্নত চিকিৎসার জন্য বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া আপাতত অনিশ্চিত হয়ে পড়েছে। তাঁর শারীরিক অবস্থা এয়ার অ্যাম্বুলেন্সে যাত্রার উপযুক্ত নয়। বিশেষ করে হৃদ্‌যন্ত্রের জটিলতা, ডায়াবেটিস, কিডনি ও ফুসফুসসহ অন্যান্য সমস্যা অপরিবর্তিত রয়েছে। তাই খালেদা জিয়াকে ঢাকায় রেখেই চিকিৎসা করা হবে এবং প্রতিদিন ডায়ালাইসিস চালানো হচ্ছে।

গত সোমবার খালেদা জিয়াকে লন্ডন নেওয়ার কোনো নতুন উদ্যোগের খবর বিএনপি ও পরিবারের পক্ষ থেকে পাওয়া যায়নি। কাতার আমিরের পক্ষ থেকে পাঠানোর জন্য যে এয়ার অ্যাম্বুলেন্সের প্রক্রিয়া চলছিল, তা স্থগিত রাখা হয়েছে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান প্রতিদিনই এভারকেয়ার হাসপাতালে গিয়ে খালেদা জিয়ার চিকিৎসার তদারকি করছেন। বিএনপির কেন্দ্রীয় স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ও চিকিৎসক রফিকুল ইসলাম গণমাধ্যমকে বলেছেন, “ম্যাডামের চিকিৎসার মেডিকেল বোর্ডের সদস্য হিসেবে ডা. জুবাইদা রহমান চিকিৎসক দলের সঙ্গে যুক্ত হয়ে চিকিৎসার দেখভাল করছেন।”

লন্ডনে নেওয়ার জন্য কাতার আমিরের পক্ষ থেকে জার্মানভিত্তিক এফএআই এভিয়েশন গ্রুপের এয়ার অ্যাম্বুলেন্স ভাড়া করা হয়েছিল। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সূত্র জানায়, গত শনিবার এয়ার অ্যাম্বুলেন্স ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের অনুমতি পেয়েছিল। তবে সূচি পরিবর্তিত হয়েছে।

৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদ্‌রোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস, কিডনিসহ নানা জটিলতায় ভুগছেন। গত ২৩ নভেম্বর শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত তাঁকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। দেশি ও বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলছে। চিকিৎসকেরা এখনো তাঁর স্বাস্থ্যের অবস্থাকে ‘গুরুতর’ হিসেবে বিবেচনা করছেন এবং আগামী কয়েকটি দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by:

fistinghd.netjosporn.netxfantazy.orgpornjoy.org