সর্বশেষ আপডেট : ২১ ঘন্টা আগে
সোমবার, ১২ জানুয়ারী ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

নরসিংদীতে স্পিনিং মিলের তুলার গোডাউনে ভয়াবহ আগুন

ডেইলি সিলেট ডেস্ক ::

নরসিংদীতে এন আর স্পিনিং মিলে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুনে পুড়ছে এন আর স্পিনিং মিলের তুলার গোডয়াউন। র্দীঘ ৫ ঘন্টায় আগুন নিয়ন্ত্রনে আনা সম্ভব হয়নি। নরসিংদী,মাদবধী,পলাশ ও নারায়নগঞ্জ দমকল বাহিনির ৪টি ইউনিট কাজ করছে।

শনিবার (৬ ডিসেম্বর) রাত ১০টা ৫ মিনিটে মিলের তুলার গোডাউনে হঠাৎ আগুনের সূত্রপাত হলে মুহূর্তেই তা চারদিকে ছড়িয়ে পড়ে। তুলা থাকার কারণে আগুনের তীব্রতা দ্রুত বাড়তে থাকে এবং গুদামের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

কারখানা কতৃপক্ষ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, শনিবার রাত ১০টা ৫মিনিটে বৈদ্যুতিক তার গাছ থেকে স্পার্কের স্ফুলিঙ্গ থেকে আগুনের সূত্রপাত হয়। মুহুর্ত্তের মধ্যেই দুইটি তুলার গোডয়াউনে আগুন ছড়িয়ে পরে। খবর পেয়ে নরসিংদী, মাধবদী, পলাশ ও নারায়গঞ্জের ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। দমকল বাহিনির সাথে কারখানার শ্রমিক ও স্থানীয়রা আগুন নিয়ন্ত্রনে আনার কাজে যোগদেয়। তবে শেষ খবর পাওয়া পযর্ন্ত প্রায় ৫ ঘণ্টা চেষ্টার পরও রাত ৩টার দিকেও আগুন নিয়ন্ত্রনে আনা সম্ভব হয়নি।

নরসিংদীতে এন আর স্পিনিং মিলের ডিজিএম (একাউন্টস্) ফারুকুজ্জামান বলেন,তুলার গোডাউনের পাশে থাকা একটি বৈদ্যুতিক তার গাছে স্পার্ক করে। ওই সময় আগুনের একটি ফুলিঙ্গ তুলার উপর পরে। সাথে সাথে আগুন লেগে যায়। মুহুর্ত্তের মধ্যেই সেই আগুন পুরো গোডয়াউনে ছড়িয়ে পরে। প্রথমে আমরা কারখানার সকল গেইট খুলে দেই। এবং কর্মরত শ্রমিকদের বাহিরে বের করে নিয়ে আসি। কারখানার ফায়ারম্যানরা প্রথমে আগুন নিয়ন্ত্রনে আনতে কাজ শুরু করে। পরে ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিয়ন্ত্রনে আনতে কাজে যোগ দেয়।

তিনি বলেন,চোখের সামনে আগুনে সুতা ও তুলার দুইটি গোডয়াউন পুড়ে যাচ্ছে। কোটি কোটি টাকার সম্পদ ক্ষতি হচ্ছে। তবে আগুনে কোন হতাহতের ঘটনা ঘটেনি। মিলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

মাধবদী ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মো রায়হান বলেন, চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আগুনের তীব্রতা বেশি থাকায় নিয়ন্ত্রণে আনতে বেগ পোহাতে হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: