সর্বশেষ আপডেট : ৭ ঘন্টা আগে
শনিবার, ১০ জানুয়ারী ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

শুধু দু’জন নন, আরও উপদেষ্টা প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন: আসিফ মাহমুদ

ডেইলি সিলেট ডেস্ক ::

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানিয়েছেন, দুই ছাত্র উপদেষ্টা ছাড়াও অন্য কয়েকজন উপদেষ্টা আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান স্থানীয় সরকার উপদেষ্টা।

আসিফ মাহমুদ বলেন, ‘নির্বাচন করব ঘোষণা দিয়েছি, কোথা থেকে করব ঘোষণা দেইনি। এমন কোনো আইন নেই যে উপদেষ্টা হলে নির্বাচন করতে পারবে না। তবে নীতিগত কারণে উপদেষ্টা হিসেবে নির্বাচন করা ঠিক হবে না।’

স্থানীয় সরকার উপদেষ্টা বলেন, ‘নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। পদত্যাগ করেই নির্বাচন করবো। কোন দল থেকে নির্বাচন করবো তা এখনো ঠিক করিনি। শুধু দু’জন ছাত্র উপদেষ্টা নন, আরও অন্য উপদেষ্টা নির্বাচন করতে পারেন।’

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বর্তমানে কুমিল্লার ভোটার। সম্প্রতি তিনি ঢাকা-১০ আসনের ভোটার হয়েছেন। এরপর থেকেই গুঞ্জন রয়েছে, তিনি হয়তো এই আসন থেকেই নির্বাচন করবেন। বিএনপি এই আসনে কোনো প্রার্থী এখনও ঘোষণা করেননি।

গত ৯ নভেম্বর তিনি সাংবাদিকদের বলেছিলেন, ‘ঢাকা থেকেই নিশ্চিতভাবে নির্বাচন করবো। এখন পর্যন্ত স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেওয়ার ইচ্ছে আছে। কবে পদত্যাগ করবো, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।’

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: