সর্বশেষ আপডেট : ৪ ঘন্টা আগে
বুধবার, ৫ নভেম্বর ২০২৫ খ্রীষ্টাব্দ | ২১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

নিউ জার্সির প্রথম নারী গভর্নর মাইকি শেরিল

ডেইলি সিলেট ডেস্ক ::

যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে নতুন ইতিহাস গড়লেন মাইকি শেরিল। অঙ্গরাজ্যটির গভর্নর নির্বাচনে জয়ী হয়ে তিনি নিউ জার্সির প্রথম নারী গভর্নর এবং প্রথম নারী ডেমোক্র্যাট গভর্নর হিসেবে নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার (৪ নভেম্বর) অনুষ্ঠিত নির্বাচনে শেরিল রিপাবলিকান প্রার্থী জ্যাক সিয়াতেরেল্লিকে পরাজিত করেন। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, এই জয় নিউ জার্সির রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা করেছে।
নিউ ইয়র্ক টাইমস-এর তথ্যমতে, এবারের নির্বাচনে মোট ৩০ লাখের বেশি ভোট পড়ে। এর মধ্যে ৫৬ শতাংশ ভোট পান মাইকি শেরিল, যা প্রায় ১৬ লাখ ৮২ হাজার ভোট। তার প্রতিদ্বন্দ্বী জ্যাক সিয়াতেরেল্লি পান ৪৩ দশমিক ৪ শতাংশ ভোট।

এর মধ্য দিয়ে শেরিল নিউ জার্সির ৫৭তম গভর্নর হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন। কিন্তু সর্বশেষ গভর্নর নির্বাচনের ফলাফল সেই আশঙ্কাকে উড়িয়ে দিয়েছে- নিউ জার্সি আবারও ডেমোক্র্যাটদের হাতে রইল।

নিউ জার্সি দীর্ঘদিন ধরেই ডেমোক্র্যাটদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। যদিও ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের ভোট বাড়ায় ধারণা করা হচ্ছিল, অঙ্গরাজ্যটি হয়তো এবার রিপাবলিকানদের দিকে ঝুঁকতে পারে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মাইকি শেরিলের এই জয় শুধু নারী নেতৃত্বের অগ্রগতি নয়, বরং নিউ জার্সির রাজনীতিতে উদারনীতির প্রতি জনগণের আস্থারও প্রতিফলন।

নির্বাচনোত্তর এক বক্তব্যে শেরিল বলেন, ‘এই জয় নিউ জার্সির জনগণের। আমরা একসঙ্গে এমন এক রাজ্য গড়ব যেখানে প্রত্যেকের কণ্ঠস্বর শোনা হবে।’

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: