সর্বশেষ আপডেট : ৪ ঘন্টা আগে
বুধবার, ৫ নভেম্বর ২০২৫ খ্রীষ্টাব্দ | ২১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

রাজনৈতিক জোটে যাবে না জামায়াত: শফিকুর রহমান

ডেইলি সিলেট ডেস্ক ::

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশ নেওয়ার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। একই সঙ্গে তিনি জানিয়েছেন, নির্বাচনে জামায়াত কোনো রাজনৈতিক জোটে যাচ্ছে না।

বুধবার (৫ নভেম্বর) সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

জামায়াত আমির বলেন, ‘আমরা সবাইকে নিয়ে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে নির্বাচন আদায় করব ইনশাআল্লাহ। নির্বাচন না হলে দেশে অস্থিতিশীলতা ও বিশৃঙ্খলা তৈরি হতে পারে।’

নির্বাচনী জোটের বিষয়ে তিনি স্পষ্ট করে বলেন, ‘আমরা এখনও কোনো জোট করার সিদ্ধান্ত নেয়নি। জামায়াত এককভাবেই নির্বাচনে অংশ নিতে প্রস্তুত।’

আওয়ামী লীগের অংশগ্রহণ প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, ‘আগামী নির্বাচনে আওয়ামী লীগের থাকার কোনো সুযোগ নেই।’

সম্প্রতি বিদেশ সফর প্রসঙ্গে জামায়াত আমির জানান, ‘প্রবাসে অবস্থানরত বাংলাদেশিদের সঙ্গে আমার ফলপ্রসূ আলোচনা হয়েছে। তারা দেশের প্রতি গভীর ভালোবাসা ও দায়িত্ববোধ নিয়ে কাজ করতে চান।’

তিনি আরও বলেন, ‘প্রবাসীরা এই জাতির জন্য অনেক কিছু দেন, কিন্তু আমরা এখনো তাদের প্রতি যথাযথ সম্মান দেখাতে পারিনি। তাদের অবদান সত্যিই সীমাহীন।’

দলীয় সূত্রে জানা গেছে, তৃতীয় মেয়াদে জামায়াতের আমির নির্বাচিত হওয়ার পর এটিই ডা. শফিকুর রহমানের প্রথম সিলেট সফর। সিলেটে পৌঁছে তিনি জেলা ও মহানগর জামায়াত আয়োজিত একাধিক সাংগঠনিক কর্মসূচিতে যোগ দেওয়ার কথা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: