সর্বশেষ আপডেট : ১ ঘন্টা আগে
বুধবার, ৫ নভেম্বর ২০২৫ খ্রীষ্টাব্দ | ২১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

আগামী শীত হবে দীর্ঘ ও কনকনে : ১০টি শৈত্যপ্রবাহের ইঙ্গিত

ডেইলি সিলেট ডেস্ক ::

এবারের শীত মৌসুমে স্বাভাবিকের চেয়ে দীর্ঘ ও তীব্র শীত পড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। নভেম্বর থেকে জানুয়ারির মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে অন্তত ১০টি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে, যার মধ্যে তিনটি হতে পারে তীব্র।

রোববার রাতে প্রকাশিত মৌসুমি দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, এবারের শীতে কুয়াশা, বৃষ্টিপাত ও তাপমাত্রার ওঠানামা বিশেষ করে দেশের উত্তর ও মধ্যাঞ্চলের মানুষের দৈনন্দিন জীবনে প্রভাব ফেলবে।

আবহাওয়াবিদ মমিনুল ইসলাম জানান, নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত দেশে স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি বৃষ্টিপাত হতে পারে। একই সময়ে সাগরে দুই থেকে চারটি লঘুচাপ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে, যার মধ্যে দুটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। এরই মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা ধীরে ধীরে কমতে শুরু করেছে বলেও জানান তিনি।

পূর্বাভাস অনুযায়ী, চার থেকে সাতটি মৃদু থেকে মাঝারি মাত্রার শৈত্যপ্রবাহ দেখা দিতে পারে, যেখানে তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে। এছাড়া উত্তর, উত্তর-পূর্ব ও মধ্যাঞ্চলে দুই থেকে তিনটি তীব্র শৈত্যপ্রবাহ বইতে পারে, তীব্র শৈত্যপ্রবাহের সময় তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামার আশঙ্কা রয়েছে।

নভেম্বর মাসে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও ডিসেম্বরের মাঝামাঝি থেকে জানুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত হবে মৌসুমের সবচেয়ে ঠান্ডা সময়। তখন দেশের বেশিরভাগ অঞ্চলে মাঝারি থেকে তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে আরও বলা হয়েছে, উত্তরাঞ্চল ও হিমালয় সংলগ্ন এলাকাগুলোতে এবার শীতের প্রভাব সবচেয়ে বেশি অনুভূত হবে। পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, রংপুর, কুড়িগ্রাম, নওগাঁ, নাটোর ও রাজশাহীসহ উত্তর-পশ্চিমাঞ্চলীয় জেলাগুলোতে ঠান্ডার প্রকোপ বেশি দেখা যেতে পারে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: