সর্বশেষ আপডেট : ৩ ঘন্টা আগে
বুধবার, ৫ নভেম্বর ২০২৫ খ্রীষ্টাব্দ | ২১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

শাপলা না পেলে আইনি লড়াই করবো: সারজিস

ডেইলি সিলেট ডেস্ক ::

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, শাপলা প্রতীক না পেলে তিনি ও দলের লোকজন আইনিভাবে লড়াই করবেন এবং প্রয়োজনে রাজনৈতিকভাবে রাজপথে লড়াই চালাবেন। সোমবার (২০ অক্টোবর) দুপুরে জয়পুরহাট শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সম্মেলন কক্ষে এনসিপির জেলা ও উপজেলা কমিটির সমন্বয় সভা শেষে সারজিস আলম এই মন্তব্য করেন।

সারজিস আলম বলেন, শাপলা প্রতীক পেতে কোনো আইনগত বাধা নেই; নির্বাচন কমিশন এনসিপির সঙ্গে স্বেচ্ছাচারিতা করতে পারে না। “হয় শাপলা দিতে হবে, না হলে আমাদের আইনি ব্যাখ্যা দিতে হবে। শাপলার জন্য প্রয়োজনে আইনগত লড়াই করবো, রাজনৈতিকভাবে রাজপথে লড়বো,” তিনি বলেন।

তাঁর দাবি, এনসিপি আগামী বাংলাদেশের জনগণের প্রতিনিধিত্ব করে সরকারি দল হিসেবে প্রতিনিধিত্ব করতে চায়; না হলে শক্তিশালী বিরোধী দল হিসেবে প্রতিনিধিত্ব করার লক্ষ্য নিয়ে কাজ করবে। তিনি আরো বলেন, জাতীয় পার্টির মতো পোষা বিরোধী দল হওয়ার রাজনীতি তারা করবে না।

সমন্বয় সভায় এনসিপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন, যুগ্ম মুখ্য সংগঠক সাকিব মাহদী এবং জেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী ওমর আলী বাবুসহ জেলা ও উপজেলার অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। সভায় পার্টি এলাকায় প্রতীক নিশ্চিতকরণ ও আগামী কর্মসূচি নিয়ে আলোচনা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: