সর্বশেষ আপডেট : ১৮ মিনিট ৩৩ সেকেন্ড আগে
শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫ খ্রীষ্টাব্দ | ২৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

কুলাউড়ায় বন্ধ স্টেশন চালুসহ ৮ দফা দাবিতে মানববন্ধন

কুলাউড়া প্রতিনিধি :

মৌলভীবাজারের কুলাউড়ায় ভাটেরা রেলওয়ে স্টেশনসহ সকল বন্ধ রেল স্টেশন চালু এবং বৃহত্তর সিলেটবাসীর প্রাণের ৮দফা দাবী বাস্তবায়নের দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে ভাটেরা রেলওয়েস্টেশন প্রাঙ্গণে ভাটেরার সর্বস্তরের জনসাধারণ ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়।

ভাটেরা স্টেশন বাজার বণিক সমিতির সভাপতি শেখ আকমল হোসেন তালুকদারের সভাপতিত্বে ও সাংবাদিক শেখ সাইফুল ইসলাম সিদ্দিকীর পরিচালনায় মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন ৮দফা দাবি বাস্তবায়ন আন্দোলনের সমন্বয়ক ও প্রেসক্লাব কুলাউড়ার সভাপতি আজিজুল ইসলাম,কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ও সমন্বয়ক এম আতিকুর রহমান আখই, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল জলিল জামাল, বিএনপি নেতা সারোয়ার আলম বেলাল, ভাটেরা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ সাইদুল ইসলাম পাখি, ভাটেরা বিএনপির সভাপতি শেখ আজাদ সিদ্দিকী, সাইফুল তাহমিনা ফাজিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা শাহ সাইফুর রহমান, ভাটেরা ইউনিয়ন জামায়াতের সাধারণ সম্পাদক শাহ আব্দুল লতিফ, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক আলমাছ পারভেজ তালুকদার, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল বারী সোহেল, সাংবাদিক মাহফুজ শাকিল, মহিউদ্দিন রিপন, এইচ ডি রুবেল, বিএনপি নেতা সিপার আহমদ, ভাটেরা ফুটবল একাদশের সভাপতি সৈয়দ হৃদয় আহমদ সদর, ইউনিয়ন নিকাহ ও তালাক রেজিষ্ট্রার কাজী সামাদ আজাদ, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক ফারহান মুবিন তালুকদার, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মনির তালুকদার প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, সিলেট বিভাগে দীর্ঘদিন ধরে রেল বৈষম্যের শিকার। ব্রিটিশ আমলে রেল যোগাযোগ গড়ে উঠলেও বর্তমানে এ অঞ্চলের ট্রেনগুলোর ইঞ্জিন ও বগির অবস্থা খুবই নাজুক। প্রায়ই পথে ইঞ্জিন নষ্ট হয়, বেশ কিছু স্টেশন দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। এতে যাত্রীদের ভোগান্তি চরমে পৌঁছেছে। ৮ দফা দাবি সিলেটবাসীর ন্যায্য দাবি, ইতোমধ্যে সিলেট জুড়ে এই আন্দোলন বিস্তৃতি লাভ করেছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন কর্মসূচি অব্যাহত থাকবে এবং আন্দোলন কঠোর থেকে কঠোরতম হবে।

৮ দফা দাবি হলো, সিলেট-ঢাকা ও সিলেট-কক্সবাজার রেলপথে দুটি নতুন ট্রেন চালু, সিলেট-আখাউড়া সেকশনের রেলপথ সংস্কার করে ডুয়েলগেজে উন্নীত করা, সিলেট-আখাউড়া লোকাল ট্রেন চালু, সিলেট অঞ্চলে বন্ধ হয়ে যাওয়া রেলস্টেশনগুলো চালু, কুলাউড়া স্টেশনে টিকিট বরাদ্দ বাড়ানো, সিলেট থেকে ঢাকাগামী আন্তনগর কালনী ও পারাবত এক্সপ্রসের আজমপুর স্টেশন-পরবর্তী যাত্রা বিরতি বন্ধ, সব ট্রেনে নতুন ইঞ্জিন সংযোজন, যাত্রী অনুপাতে অতিরিক্ত বগি সংযোজন।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: