![]()

cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla

ডেইলি সিলেট ডেস্ক ::
ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে চারটি যাত্রীবাহী বাসের ভয়াবহ সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন।
শনিবার (৩০ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে মাদারীপুরের শিবচর উপজেলার পাঁচ্চর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর দীর্ঘ সময় ঢাকামুখী লেনে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে পড়ে, ভোগান্তিতে পড়েন হাজারো যাত্রী।=
শিবচর হাইওয়ে থানার সার্জেন্ট সবুজ মিঞা জানান, ফরিদপুর থেকে ঢাকাগামী গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডিভাইডারে উঠে যায়। এতে ওই বাসের পাঁচজন আহত হন। এরপরই পেছনে আসা তিনটি যাত্রীবাহী বাস দ্রুতগতিতে এসে প্রথম বাসটিকে ধাক্কা দেয়। ধারাবাহিক এ সংঘর্ষে আরও ২০ জন গুরুতর আহত হন।
দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন। তবে সংঘর্ষের মাত্রা এতই ভয়াবহ ছিল যে, চারটি বাসের সামনের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পর যাত্রীদের কান্না, চিৎকার আর আতঙ্কে পুরো এলাকা মুহূর্তেই স্তব্ধ হয়ে যায়।
এদিকে দুর্ঘটনার কারণে এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। হাইওয়ে পুলিশ যান চলাচল স্বাভাবিক করতে কাজ চালিয়ে যাচ্ছে। পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অতিরিক্ত গতির কারণেই এ ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে।
প্রসঙ্গত, দেশের সবচেয়ে ব্যস্ত ও গুরুত্বপূর্ণ ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে এ ধরনের দুর্ঘটনা প্রায়ই ঘটছে। পরিবহন বিশেষজ্ঞরা বলছেন, বেপরোয়া গতি ও চালকদের অসতর্কতাই এ ধরনের দুর্ঘটনার মূল কারণ। তারা জরুরি ভিত্তিতে সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।