সর্বশেষ আপডেট : ১৯ মিনিট ১০ সেকেন্ড আগে
শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫ খ্রীষ্টাব্দ | ২৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের সহযোগিতার নির্দেশ, ব্যত্যয়ে এমপিও বাতিলের হুঁশিয়ারি

ডেইলি সিলেট ডেস্ক ::

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে এনটিআরসিএ কর্তৃক সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগ, যোগদান ও এমপিওভুক্তকরণ প্রক্রিয়ায় সার্বিক সহযোগিতা করার নির্দেশ দেওয়া হয়েছে।

এ নির্দেশনা মানতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের এমপিও বাতিলসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) অধিদপ্তরের পরিচালক মুহাম্মদ মাহবুবুল হক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করা হয়। এমপিওভুক্ত মাদ্রাসার সভাপতি, অধ্যক্ষ, সুপার, ইবতেদায়ী প্রধান ও ভারপ্রাপ্ত প্রতিষ্ঠানপ্রধানদের কাছে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, অনেক প্রতিষ্ঠানে প্রতিষ্ঠানপ্রধান বা নিয়মিত কমিটি না থাকায় সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগ ও এমপিওভুক্তকরণ প্রক্রিয়ায় জটিলতা তৈরি হচ্ছে। এ ধরনের পরিস্থিতিতে ভারপ্রাপ্ত প্রতিষ্ঠানপ্রধান বা অ্যাডহক কমিটি দায়িত্ব নেবে। যদি অ্যাডহক কমিটি না থাকে, তবে উপজেলা নির্বাহী অফিসার বা অতিরিক্ত জেলা প্রশাসক, জেলা প্রশাসকের মাধ্যমে এসব প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

অধিদপ্তর স্পষ্ট জানায়, কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগ বা এমপিও প্রক্রিয়ায় বাধা দেওয়ার অভিযোগ পাওয়া গেলে তাদের এমপিও বন্ধ করা হবে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ নির্দেশনা লঙ্ঘন হলে ‘বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান (মাদ্রাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০১৮ (২৩ নভেম্বর ২০২০ পর্যন্ত সংশোধিত)’ এর বিধান অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: