সর্বশেষ আপডেট : ৫ ঘন্টা আগে
রবিবার, ১১ জানুয়ারী ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

প্রেসক্লাবের সামনে পুলিশের মারধরের শিকার সাংবাদিকরা

ডেইলি সিলেট ডেস্ক ::

রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে পুলিশের মারধরের ঘটনায় তিন সাংবাদিক ও একজন ইউটিউবার আহত হয়েছেন। আহতরা হলেন নিউ ন্যাশনের শিমুল পারভেজ ও নোমান মোশাররফ, বাংলাভিশনের কেফায়েত শাকিল এবং ইউটিউবার আলম শরীফ। শিমুল ও নোমানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (২৭ আগস্ট) দুপুর আড়াইটার দিকে জাতীয় প্রেসক্লাবের গেটের পাশে পুলিশ বক্সের সামনে এই ঘটনা ঘটে। কেফায়েত শাকিল জানান, শিমুল ও নোমান মোটরসাইকেলে বের হচ্ছিলেন, এ সময় একটি প্রাইভেটকার হালকা ধাক্কা দেয়। তর্ক-বিতর্কের একপর্যায়ে শিমুলকে এক ব্যক্তি ছুরি দিয়ে আঘাত করার চেষ্টা করেন। এরপর দুই পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়।

শাকিল বলেন, “আমি রাস্তার অন্য পাশ দিয়ে যাচ্ছিলাম। ঝামেলা শুনে দৌড়ে এগিয়ে গেলাম। পরে পুলিশ আমাকে ধরে বক্সের ভিতরে টেনে আনে। মোবাইল দেখার সঙ্গে সঙ্গে আমাকে মারধর করা হয়। আলম শরীফকেও পুলিশ মারধরের চেষ্টা করে।”

আহত সাংবাদিকদের হাসপাতালে দেখতে যাওয়া সহকর্মী ইয়াসির তন্ময় জানান, শিমুল পারভেজ ও নোমান মোটরসাইকেলে থাকা অবস্থায় একটি মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষ হলে চালক ধারালো অস্ত্র নিয়ে হামলা চালান। এ সময় তাদের বেধড়ক মারধর করা হয়। পুলিশ ঘটনাস্থলে আসলেও সাংবাদিকদের নয়, হামলাকারীদের নয় বরং সাংবাদিকদের মারধর করে।

ডিএমপির রমনার ডিসি মাসুদ আলমকে ফোন করা হলেও পাওয়া যায়নি। পরে দায়িত্বরত পুলিশকে প্রেসক্লাবে ডেকে নেওয়া হয়। ঊর্ধ্বতন কর্মকর্তারা আসার পর সাংবাদিকরা অভিযুক্তদের অপসারণ ও বহিষ্কার দাবি করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: